ম্যুভি রিভিউ- "দ্য স্পীড"

অনেকদিন পর বলাকায় গেলাম বাঙলা সিনেমা অনন্ত জলীল অভিনিত ম্যুভি "দ্য স্পীড" দেখতে। সিনেমা শুরুর আগে পর্দা সরে গেল সিনেমা হলের এবং স্বাভাবিক ভাবেই জাতীয় সংগীত মিউজিকে পরিবেশন । কিন্তু অবাক হয়ে দেখলাম প্রায় ৩০% দর্শক সে সময় বসা থেকে উঠার নাম পর্যন্ত করেনি এই কয়েক মিনিট দাড়িয়ে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শণ করতে। সিনেমার শুরুই হলো বেশ দারুন সাউন্ডের ইফেক্ট দিয়ে। "দ্য স্পীড" নামটিকে সার্থক করতেই হয়তো।

রবিবার, ২৫ নভেম্বর, ২০১২

পনি'র ভুবনে স্বাগতম

পনি'র ভুবনে স্বাগতম সৃষ্টির আনন্দ পেতেই মূলত হাতে কলমে (কিবোর্ডে, মাউসে) নিজের একটি সাইট করার চেষ্টা করছি। বলা যায় এটি আমার গবেষণাগার। Virginia Woolf এর মতে A Room of One's Won. যেখানে আমার পলিশড লেখা থেকে শুরু করে ছিন্নপত্রও থাকবে । লেখার বিষয় কী হবে, কী থাকবে তা সময়ই নির্ধারণ করে দিবে । তবে আমার মূল আগ্রহের বিষয় জেন্ডার এবং কাউন্সেলিং সাইকোলজিতো অবশ্যই থাকবে । আপাতত কিছু বিষয়ে কিছু লেখা এখানে রেখেছি। পরবর্তীতে এই পোস্টটাকেই আপডেট করার ইচ্ছে আছে । Biography  Education & Research  কাউন্সেলিং সাইকোলজি  গদ্য  গল্প  জেন্ডার  নারী  পত্র  পদ্য (কবিতা/ছড়া) পনি'র বচন  ফটোগ্রাফি  বই/পুস্তক/গ্রন্থ  বিশ্বকাপ...

Page 1 of 26123Next

সোশ্যাল নেটওয়ার্ক

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites