ম্যুভি রিভিউ- "দ্য স্পীড"

অনেকদিন পর বলাকায় গেলাম বাঙলা সিনেমা অনন্ত জলীল অভিনিত ম্যুভি "দ্য স্পীড" দেখতে। সিনেমা শুরুর আগে পর্দা সরে গেল সিনেমা হলের এবং স্বাভাবিক ভাবেই জাতীয় সংগীত মিউজিকে পরিবেশন । কিন্তু অবাক হয়ে দেখলাম প্রায় ৩০% দর্শক সে সময় বসা থেকে উঠার নাম পর্যন্ত করেনি এই কয়েক মিনিট দাড়িয়ে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শণ করতে। সিনেমার শুরুই হলো বেশ দারুন সাউন্ডের ইফেক্ট দিয়ে। "দ্য স্পীড" নামটিকে সার্থক করতেই হয়তো।

শনিবার, ৮ জুন, ২০১৩

বইয়ের খোঁজে

অনেকেই অনেক সময় ঠিক কোথায় কোন ধরনের বই পাওয়া যাবে এটা জানা না থাকার কারণে প্রয়োজনীয় বইটি খুজেঁ পেতে অনে সময় ব্যয় করে ফেলেন। কেউ কেউ কখনো কখনো ব্লগে দুই তিন লাইনের পোস্ট দিয়ে থাকেন যে, কোথায় খুজেঁ পাবেন তার আকাঙ্খিত বইটি। এটা তেমনই একটা বইয়ের প্রাপ্তি স্থান যেখানে খুবই সুলভমূল্যে বই পাওয়া যায়। খুঁজলে আপনার কাজে লেগে যেতে পারে এমন বইও পেয়ে যেতে পারেন।   এই স্থান থেকে বই কেনার একটা সমস্যা হলো কখনো কখনো বইয়ের পাতা মিসিং থাকে। সেক্ষেত্রে বই কেনার সময় একটু সময় নিয়ে হলেও পৃষ্ঠাগুলি উল্টেপাল্টে দেখা দরকার যে তা ঠিকমতো আছে কি না...

Page 1 of 26123Next

সোশ্যাল নেটওয়ার্ক

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites