ম্যুভি রিভিউ- "দ্য স্পীড"

অনেকদিন পর বলাকায় গেলাম বাঙলা সিনেমা অনন্ত জলীল অভিনিত ম্যুভি "দ্য স্পীড" দেখতে। সিনেমা শুরুর আগে পর্দা সরে গেল সিনেমা হলের এবং স্বাভাবিক ভাবেই জাতীয় সংগীত মিউজিকে পরিবেশন । কিন্তু অবাক হয়ে দেখলাম প্রায় ৩০% দর্শক সে সময় বসা থেকে উঠার নাম পর্যন্ত করেনি এই কয়েক মিনিট দাড়িয়ে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শণ করতে। সিনেমার শুরুই হলো বেশ দারুন সাউন্ডের ইফেক্ট দিয়ে। "দ্য স্পীড" নামটিকে সার্থক করতেই হয়তো।

রবিবার, ১৭ নভেম্বর, ২০১৩

পদ্য: বন্ধু

১. পেছনের একজন... নিরবতার আড়ালে থাকা একজন প্রতিনিয়ত নিরব থেকেই আমায় বলছে, এগিয়ে যাও বন্ধু... পাশেই আমাকে পাবে । আমি রক্তাক্ত রাজপথ পাড়ি দেবার ভয়ে থমকে দাড়াই ! ভয়ার্ত দৃষ্টিতে পাশে তাকিয়ে দেখি আস্বস্তের কোমল হাতটা এগিয়ে দিয়েছে ভরসায় শক্ত করে বলছে, বন্ধু, পাশেই আছি... এগিয়ে যাও । কর্দমাক্ত, পিচ্ছিল পথ পাড়ি দিতে ইতস্তত আমি ভাবনায় পড়ে যাই, পিছলে যাব তো ! পাশেই দেখি ভরসার হাসি মুখ, নিরবে দাঁড়িয়ে আমি এগিয়ে যাই, জানি আড়ালে থেকেও নিরব থেকেও ভরসার হাতটি বাড়িয়ে আছে । পাশেই আছে 'সে' ।। ২. শুধু একবার চেয়ে দেখো, আমি ঠিক আকাশের বুক চিড়ে ওই সূর্যটাকে এনে দিতে পারবো তোমার হাতের মুঠোয়, ওই পাড়ে থাকা তোমার জন্যে ব্রহ্মপুত্র পাড়ি দিতে এতোটুকু দ্বিধা করবো না । পুলিশের রিমান্ড পেরিয়ে ঠিক আমি সারাদিন তোমার সাথে চষে বেড়াতে পারবো নগর থেকে বন্দরে আমার সেই ক্ষমতা আছে, আমার সেই মনের জোর আছে... চাইতেও জোর থাকা চাই...

সোমবার, ১১ নভেম্বর, ২০১৩

বই প্রকাশ

লেখাকে যারা পেশা হিসেবে নিতে চান তারাতো বটেই লেখা যাদের নেশা তারাও হয়তো কখনো চান তাদের লেখাটিকে প্রিন্টেড আকারে কাগজের পাতায় মুদ্রিত দেখতে । নিজের একটি প্রকাশিত বই একজন লেখকের কাছে তার সন্তানের মতোই আপন । বর্তমান সময়গুলোতে ফেসবুক, গুগল প্লাস, নিজস্ব ব্লগ সাইট সহ কমিউনিটি ব্লগগুলোর কল্যাণে মানুষ আগের ডায়েরির পাতায় লেখার বদলে এখন এসব ডিজিটাল ডায়েরি ব্যবহার করে থাকেন নিজেদের লেখালেখির মাধ্যম হিসেবে । তাতে লেখকের সংখ্যা বাড়লেও সেই অনুপাতে কাগুজে বই প্রকাশিত কমই হচ্ছে । প্রকাশকরা লগ্নিকৃত অর্থের লোকসানের ভয়ে সাধারণত নতুন লেখকদের বই প্রকাশ করতে ভরসা পাননা খুব একটা । কিন্তু তারপরও নিজের একটি বই... এতো দরদ দিয়ে লেখাগুলি বইয়ের পাতায় ছাপানো...

Page 1 of 26123Next

সোশ্যাল নেটওয়ার্ক

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites