►কোন সম্পর্কে হিসেব নিকেশ করলে সেই সম্পর্ক টিকিয়ে রাখা মুশকিল হয়ে পড়ে।
►সম্মান অসম্মানের হিসেব করলে সম্পর্ক এমনিতেই দূর্বল হয়ে যায়।
►সত্যিকারের ভালোবাসার রূপ মাঝে মাঝে বড্ড রূঢ়ও হয়ে থাকে।
►কাছের দৃশ্যমান মানুষ কী অদ্ভুতভাবে দূর থেকে দূরে অদৃশ্য হয়ে যায়!
একটা সময় আর দেখা যায় না...শুধু অনুভব করতে হয় !
►কাঁচ অথবা নদীর স্বচ্ছ জলের মতো "স্বচ্ছ" মানুষকে চিনতে খুব বেশি সময় লাগে না। জটিল মানুষকে বুঝতেই জীবন পার হয়ে যায়... তবুও বোঝার বাকী থেকে যায়!
►ডিজিটাল বন্ধুত্বে দেনা- পাওনার হিসেবটা বড্ড কড়কড়ে থাকে।
►জীবনে কিছু মানুষ আসেই চলে যাওয়ার জন্যে...তাদেরকে আকড়ে ধরে রাখতে নেই।
►পারস্পরিক সম্পর্কের প্রকৃত সৌন্দর্য হল "ক্ষমা" ।
►আকাঙ্ক্ষার সীমাবদ্ধতাই মানুষের ভেতর দ্বৈতসত্তার জন্ম দেয়।
►আপন "আপনি" কখনো কখনো "তুমি"তে এসে পর হয়ে যায়...
►ভালোবাসা কখনো কখনো মানুষকে বড্ড সীমাবদ্ধ করে দেয়!
►খোলা চোখে কাছের প্রিয় মানুষগুলোকে
যতোটা সহজ-সরল মনে হয়, সময়ে সেই
মানুষগুলোই হয়ে উঠে দুর্বোধ্য , জটিল,
বুঝতে না চাওয়া দূরের কেউ !
►"ভালো বন্ধু" হচ্ছে সৃষ্টিকর্তা প্রদত্ত উপহার ।
►লোহা যেমন নিত্য ব্যবহার না করলে মরচে পড়ে যায়,
ভালোবাসাও তেমনি যত্ন না পেলে অপরিচিত
►সত্যিকারের ভালোবাসার রূপ মাঝে মাঝে বড্ড রূঢ়ও হয়ে থাকে।
►কাছের দৃশ্যমান মানুষ কী অদ্ভুতভাবে দূর থেকে দূরে অদৃশ্য হয়ে যায়!
একটা সময় আর দেখা যায় না...শুধু অনুভব করতে হয় !
►কাঁচ অথবা নদীর স্বচ্ছ জলের মতো "স্বচ্ছ" মানুষকে চিনতে খুব বেশি সময় লাগে না। জটিল মানুষকে বুঝতেই জীবন পার হয়ে যায়... তবুও বোঝার বাকী থেকে যায়!
►ডিজিটাল বন্ধুত্বে দেনা- পাওনার হিসেবটা বড্ড কড়কড়ে থাকে।
►জীবনে কিছু মানুষ আসেই চলে যাওয়ার জন্যে...তাদেরকে আকড়ে ধরে রাখতে নেই।
►পারস্পরিক সম্পর্কের প্রকৃত সৌন্দর্য হল "ক্ষমা" ।
►আকাঙ্ক্ষার সীমাবদ্ধতাই মানুষের ভেতর দ্বৈতসত্তার জন্ম দেয়।
►আপন "আপনি" কখনো কখনো "তুমি"তে এসে পর হয়ে যায়...
►ভালোবাসা কখনো কখনো মানুষকে বড্ড সীমাবদ্ধ করে দেয়!
►খোলা চোখে কাছের প্রিয় মানুষগুলোকে
যতোটা সহজ-সরল মনে হয়, সময়ে সেই
মানুষগুলোই হয়ে উঠে দুর্বোধ্য , জটিল,
বুঝতে না চাওয়া দূরের কেউ !
►"ভালো বন্ধু" হচ্ছে সৃষ্টিকর্তা প্রদত্ত উপহার ।
►লোহা যেমন নিত্য ব্যবহার না করলে মরচে পড়ে যায়,
ভালোবাসাও তেমনি যত্ন না পেলে অপরিচিত
হয়ে যায়...
►তোমাকে ক্ষমা করেছি মানে এই নয় যে,
তুমি ক্ষমার যোগ্য । বরং তোমাকে ক্ষমা
করেছি কারণ আমি শান্তি চাই ।
►পারস্পরিক সম্পর্ক ভালো রাখার উৎকৃষ্ট
উপায় হচ্ছে ভালো বক্তা হওয়ার চেয়ে ভালো
শ্রোতা হওয়া ।।
►পুরুষের অর্থ আর ক্ষমতা বাড়ার পাশাপাশি
পর নারীর প্রতি আগ্রহ সমানুপাতিক হারে
বাড়ে ।
►যদি মেনে নিতে না পার তবে ছেড়ে আসো ।
আর যদি ছেড়ে আসার ক্ষমতা না থাকে তবে
►তোমাকে ক্ষমা করেছি মানে এই নয় যে,
তুমি ক্ষমার যোগ্য । বরং তোমাকে ক্ষমা
করেছি কারণ আমি শান্তি চাই ।
►পারস্পরিক সম্পর্ক ভালো রাখার উৎকৃষ্ট
উপায় হচ্ছে ভালো বক্তা হওয়ার চেয়ে ভালো
শ্রোতা হওয়া ।।
►পুরুষের অর্থ আর ক্ষমতা বাড়ার পাশাপাশি
পর নারীর প্রতি আগ্রহ সমানুপাতিক হারে
বাড়ে ।
►যদি মেনে নিতে না পার তবে ছেড়ে আসো ।
আর যদি ছেড়ে আসার ক্ষমতা না থাকে তবে
মেনে নাও ।।
►একজন লেখক তখন মরে যায় যখন সে আর কারো কথায় প্রভাবিত হয়ে লেখা বন্ধ করে দেয়।
►মাঝে মাঝে চ্যাট হিস্ট্রি বন্ধুদের প্রতি জমে থাকা অভিমান কমিয়ে দেয়...
►সম্পর্কগুলো যত সময় নিয়ে তৈরী হয় তার স্থায়ীত্বও হয় তত বেশি ।
নতুবা ভাংচুরের সম্ভাবনা বেড়ে যায় অনেক বেশিই ।।
►সীমিত সময়ের মধ্যে অসীমের মাঝে নিজেকে যাচাই করার নামই পরীক্ষা ...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন