প্রকৃতি নাকি শূন্যতা পছন্দ করে না।
সে কোন না কোনভাবে তার শূন্য অবস্থান পূর্ণ করেই নেয়।
আমি প্রকৃতিকে বুঝতে দেইনি
আমি বুঝতে দেইনি তোমার শূন্যতায় প্রকৃতির হাহাকার
সে ভেবে নিয়েছিল আর কিছু
এভাবে আর কতোকাল আমি ফাঁকি দিব
প্রকৃতিকে, আমার নিজেকে... ?
সে কোন না কোনভাবে তার শূন্য অবস্থান পূর্ণ করেই নেয়।
আমি প্রকৃতিকে বুঝতে দেইনি
আমি বুঝতে দেইনি তোমার শূন্যতায় প্রকৃতির হাহাকার
সে ভেবে নিয়েছিল আর কিছু
এভাবে আর কতোকাল আমি ফাঁকি দিব
প্রকৃতিকে, আমার নিজেকে... ?
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন