ফিরে চল মাটির টানে ‘জুনিয়র’- সিজন ফোর
’মারি কুরি’-র চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ২০ শিক্ষার্থীকে নিয়ে এই পর্ব তৈরি হয়।
চ্যানেল আই-এর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে ফিরে চল মাটির টানে ‘জুনিয়র’- সিজন ফোর-এর আলু রোপণ পর্বের একটি দৃশ্য।
মুন্সিগঞ্জে চ্যানেল আই এর আয়োজনে অন্যান্যদের সাথে আমার কন্যা আলু লাগাচ্ছে
’মারি কুরি’-র চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ২০ শিক্ষার্থীকে নিয়ে এই পর্ব তৈরি হয়।
চ্যানেল আই-এর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে ফিরে চল মাটির টানে ‘জুনিয়র’- সিজন ফোর-এর আলু রোপণ পর্বের একটি দৃশ্য।

মুন্সিগঞ্জে চ্যানেল আই এর আয়োজনে অন্যান্যদের সাথে আমার কন্যা আলু লাগাচ্ছে
ফেলোশিপ সনদ হাতে অন্যদের সাথে আমার কন্যা
১৩ কেজি আলু চাষ করেছে আমার কন্যা।
প্রত্যেক শিক্ষার্থীর চাষকৃত আলু তাদের নামে বরাদ্ধ করা বস্তাতে
শাইখ সিরাজ-এর কাছ থেকে অটোগ্রাফ নিতে ব্যস্ত সবাই
প্রিয় অভিনেত্রী সুবর্না মুস্তফার কাছ থেকে সনদ গ্রহণের পর অটোগ্রাফ নিতে ব্যস্ত সবাই ।
ছবি:
প্রথম ছবিটি চ্যানেল আই ফেসবুক পেজ থেকে নেয়া।
বাকীগুলো নোকিয়া ৭০০ নিজস্ব এ্যালবাম থেকে নেয়া।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন