অনুভুতিগুলো কেমন যেন মূল্যহীন হয়ে গেছে !
আজকাল আর বিশেষ কেউ বিশেষভাবে অনুভূতির মূল্য দেয় না!
কষ্টগুলো শুধু ধানমন্ডি, এলিফ্যান্ট রোড, নিউমার্কেট পেরিয়ে মৈত্রীর সবুজ ঘাসে আছড়িয়ে পড়ে।
তারপর থেমে যায় ২১৭ তে এসে।
থেমে থেমে জমাট নীলের নীল কন্ঠি তৈরী করে-
শোনা হয় না বেতারের অনুষ্ঠানগুলো-
ভাবনাগুলো দমকা বাতাসে দাদুর চায়ের দোকানের কাছে হাতড়িয়ে বেড়ায় একটা অদৃশ্য মানবের শরীরের গন্ধ-হয়তো দাড়িয়ে আছে দোতলার পানে চেয়ে-
হয়তো চড় জেগে উঠা মাটি থেকে ঘাস গুলোকে দু'আঙ্গুলে তৈরী যন্ত্রটা দিয়ে খুঁটছে-
হঠাৎ একটা গলা চিড়ে রা' বেড়িয়ে আসে!
উৎকর্ণ কান সেদিকে যায়।
নাহ্, এখানে বিশেষ কেউ নেই।
অন্য কারো অন্য কেউ -
আস্তে আস্তে রাত বাড়ে।
দমকা বাতাস জানান দিয়ে যায়,
নিঃসঙ্গ প্রহরগুলোতে সেই সঙ্গী হবে।
অশরীরি আত্না চাপা কষ্ট নিয়ে ঘুড়ে বেড়ায় মৈত্রী, নীলক্ষেত, কাটাঁবন, এলিফ্যান্ট রোড আর-আর ক্যাম্পাসে ।
যদি সেই গন্ধটা- সেই অদৃশ্য মানবের শরীরী গন্ধটা পায়!
চারদিকে সঙ্গী দামাল বাতাস সঙ্গী হয়ে বয়ে নিয়ে যায় শুধু হাহাকার!
কেউ আসে না! কেউ আসে না! কেউ আসে না!!
Facebook comments for blogger brought to you by AllBlogTools.com
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন