এক
স্থানঃ রংপুর জিলা, পায়রা বন্দ গ্রামের জমিদার বাড়ী
সময়ঃ দুপুর ১টা-২টা
[নামাযীরা নামাযের উদ্দেশ্য ওযু করে ফেলেছে। সাহেবজাদী উম্মি ওজু করছে, আলতার মা বদনা হাতে উম্মিকে ওজুর জন্যে পানি ঢেলে দিচ্ছে।হঠাৎ এক কাবুলী মহিলাকে দেখে আলতার মার হাত হতে বদনা পড়ে গেল এবং সে চিৎকার করতে লাগলো।]
আলতার মাঃ আউ আউ! মরদটা কেন আইল!
কাবুলী বেগমঃ হেঁ মরদানা! হাম মরদানা হায়
[উম্মি কাবুলী বেগমের কথা শুনে হাঁপাতে হাঁপাতে ও কাঁপতে কাঁপতে তাঁর চাচী আম্মার কাছে গেলেন]
উম্মিঃ চাচী আম্মা! পায়জামা পরা একটা মেয়ে মানুষ এসেছে
চাচী আম্মাঃ [ব্যস্তভাবে] সে তোমাকে দেখেছে?
উম্মিঃ [কাঁদো কাঁদো ভাবে] হাঁ!
[অন্য মেয়েরা নামায ভেঙ্গে ব্যস্তভাবে দরজার কপাট দিল]
Facebook comments for blogger brought to you by AllBlogTools.com
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন