রবিবার, ২৪ মার্চ, ২০১৩

জেন্ডার পাঠঃ বৈষম্যহীন পৃথিবীর কথা বলতে এসেছি।

'কোন বিষয় সম্পর্কে ভালোভাবে অবহিত হতে চাইলে তা নিয়ে বই লেখা শুরু করাই ভালো।'-বেঞ্জামিন ডিজরেইলি (১৮০৪-১৮৮১), বৃটিশ রাষ্ট্রনায়ক

মুলত জেন্ডার সম্পর্কে জানতে এবংকাছের, আশে পাশের মানুষদেরকে জানাতেই বই লেখার ভাবনা এবং তা বাস্তবে প্রকাশ।
জেন্ডার মূলত ব্যবহার করা হয় নারী- পুরুষের বৈষম্যহীন অবস্থাকে বোঝাতে।

নারী ও প্রকৃতি উভয়ই পুরুষ শাসিত সমাজ ব্যবস্থায় অযুত বছর ব্যপী শত প্রতিকূলতার ও নির্যাতনের মধ্যে টিকে রয়েছে। নারীর সফলতাকে সমাজের অনেকেই কলুষ চোখে দেখে। ...২৪ নভেম্বর ২০১০ তারিখে দৈনিক বাংলাদেশ প্রতিদিন এভাবেই আরো কিছু বর্ধিত আকারে বইটির প্রথম সংস্করণ (প্রকাশ কাল: ৩ ডিসেম্বর, ২০০৯) নিয়ে আলোচনা করেছিল।

বইটির প্রথম প্রকাশে মূলত জেন্ডার: ধারণা, তাৱপর্য ও প্রয়োগ নিয়ে আলোচনা করা হয় এবং পরবর্তীতে


বইটির দ্বিতীয় বর্ধিত সংস্করণে (প্রকাশ কাল: ১৭ এপ্রিল ২০১১)
জেন্ডার, জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপট ও জাতীয় আইন এবং নীতি ও পরিকল্পনা সহজ ভাবে বক্তব্য তুলে ধরার চেষ্টা করা হয়।।


=============
ব্যস্ততায় অসমাপ্ত রুপে প্রকাশ করা হলো। পরবর্তীতে আরো সংযোজনের আশা রাখি।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

সোশ্যাল নেটওয়ার্ক

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites