নারী দিবস নিয়ে অনেকেই দেখি অনেক বাৎসরিক
উৎসবমুখর কথা বলে থাকেন। দরদীদের দেখে ভালোই লাগে। তবুওতো বছরে একটি দিন
হলেও দরদ উথলাইয়া পড়ে। অনেক পুরুষদেরই দেখি যারা মুখে নারীবাদী হলেও অন্তরে
তা আসলেই ধারণ করেন কি না তাতে যথেষ্ট সন্দেহ আছে।কারণ তারা তাদের ঘরের
নারীদের প্রতি ঠিক ততোটাই কঠোর যতোটা উদার বাইরের নারীদের প্রতি, যতোটা
উদার তাদের কর্মক্ষেত্রের সাবোর্ডিনেট নারীদের প্রতি। আবার নারী দিবসে কিছু
মহান নারীদেরকেও দেখা যায় যারা ঘরে তাদের পুত্রবধু/ভাইয়ের বউ/গৃহ সহকারীর
ব্যাপারে ততোটাই কঠোর যতোটা উদার তারা বাইরের নারীদের প্রতি, যতোটা উদার
তারা কথায়। তবুও যদি এসব মুখে উদার পুরুষ/নারীরা মুখে মুখে উদার হতে হতে
একসময় তা অন্তরে ধারণ করতে পারেন, সে আশা করতেতো দোষ নেই।
সবাই মানবিক হোক।।
Facebook comments for blogger brought to you by AllBlogTools.com
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন