রবিবার, ২৭ জুলাই, ২০১৪

উত্তরাধুনিক কথকতা

১. লোহা যেমন নিত্য ব্যবহার না করলে মরচে পড়ে যায়,

ভালোবাসাও তেমনি যত্ন না পেলে অপরিচিত হয়ে যায়...

২. ভালোবাসার অস্তিত্ত্ব মরে না...পারিপার্শিকতায় শুধু রং বদলায়...

৩. বিবাহের সম্বন্ধে পাত্রের যোগ্যতা লাগে পেশা আর অর্থনৈতিক অবস্থা (যা সে অর্জন করেছে)
পাত্রীর যোগ্যতা লাগে গায়ের রং, চেহারা আর পরিবার ...(যা তার নিজের অর্জিত নয়)

৪.প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করলেই যে, আদর্শ শিক্ষক/প্রশিক্ষক হতে পারবে, কথাটি পুরোপুরি সত্য নয় ।
বরং একজন আদর্শ শিক্ষক তার শিক্ষা জীবনের কোন পর্যায়ে প্রথম শ্রেণীতে প্রথম হতেও পারেন ।


৫. যদি মেনে নিতে না পার তবে ছেড়ে আসো ।
আর যদি ছেড়ে আসার ক্ষমতা না থাকে তবে মেনে নাও ।

৬. যার কাছে মিথ্যে বলা যায় না, তেমন কেউ যখন কোন প্রশ্ন করে, তাকে সত্যিটা বলতে দ্বিধা থাকলে এড়িয়েই যেতে হয় ...তাতে সে যদি ভুল বোঝে তবু্ও ...

৭. আড়ালে পিঠে ছুরি চালানো মিষ্টভাষী বন্ধুটি অপেক্ষা গালে থাপ্পর মারা বিশ্বস্ত তিক্তভাষী বন্ধুটিই জীবনের আশীর্বাদস্বরূপ ।
সময়ে খারাপ লাগলেও কালের পরিক্রমায় তা প্রমাণিত হয় বটে ।

৮. খোলা চোখে কাছের প্রিয় মানুষগুলোকে যতোটা সহজ-সরল মনে হয়, সময়ে সেই মানুষগুলোই হয়ে উঠে দুর্বোধ্য , জটিল, বুঝতে না চাওয়া দূরের কেউ !

৯. পারস্পরিক সম্পর্ক ভালো রাখার উৎকৃষ্ট উপায় হচ্ছে ভালো বক্তা হওয়ার চেয়ে ভালো শ্রোতা হওয়া ।।

১০. নারী -পুরুষ কখনোই একে অপরের প্রতিপক্ষ নয়...হতে পারে না ।
উভয়ে উভয়ের পরিপুরক ।

১১. জলের দিকে তাকিয়ে থাকলে নাকি মন ভালো হয়ে যায়, হয়তো পানির উদারতার কাছে আর সব মলিনতা ধুয়ে যায় বলেই ।

দ্রষ্টব্য: পুকুর বা লেক এর ধারে গেলে মন ভালো হলেও নদী বা সাগরের কাছে গেলে মন খারাপ হয়ে যায় !

যে তোমার চেয়ে বড় তার কাছে যাও, তবে যে বিশাল তার কাছে যেও না ।
তাই তো বড় নিম গাছের কাছে গেলেও বিশাল বটবৃক্ষের কাছে না যাওয়াই ভাল । তাতে মঙ্গল এর চেয়ে অমঙ্গলই হয় ।।

১২. মাদকাসক্ত ব্যক্তিরা নিজে ক্ষতিগ্রস্থ হয়, আর ক্ষমতাসক্ত ব্যক্তির দ্বারা সাধারণ জনগনের জীবন ক্ষতিগ্রস্থ হয়... ।

১৩. পৃথিবীর বুকে জয়ী হবেই নারীর তরবারী
পাশে থাকে যদি প্রেরণা হয়ে পুরুষ সহচরী ।

১৪. জীবনের গুরুত্বপুর্ন ক্ষেত্রে আমরা আমাদের মনমতো ফলাফল প্রত্যাশা করি, কিন্তু তা অর্জন করার জন্যে যতোটা সময় দেয়া উচিত, যতোটা সাধনা করা উচিত তা করতেই আমাদের যতো কার্পণ্য ।

১৫. তোমাকে ক্ষমা করেছি মানে এই নয় যে, তুমি ক্ষমার যোগ্য । বরং তোমাকে ক্ষমা করেছি কারণ আমি শান্তি চাই ।

১৬. বাংলাদেশ টেলিভিশনের মতো একটা জাতীয় প্রচার মাধ্যমে প্রদর্শিত ক্লাসের শিক্ষকবৃন্দ লেকচার মেথড অনুসরণ করে পড়ানোর আগে দশ বার অন্তত ভাবুন ।

১৭. রতিষ্ঠান প্রধান হওয়ার মধ্যে ক্ষমতার আনন্দ থাকলেও করণিকের কাজ হতে শুরু করে সুইপারের কাজের তদারকিরও প্রয়োজন পড়ে যায় মাঝে মাঝে ।

১৮. ভালোবাসার প্রকাশে বিলাসিতা নয়...প্রয়োজনটাই আগে আসা উচিত ।

১৯. ভালো মানুষ হিসেবে পরিচিত ড. জেকিলই অন্তর্জালে এসে মি. হাইড হয়ে যায় অবলীলায় !

২০. সম্পর্কটা হলো পরীক্ষার হল, ভালো ফলাফলের জন্যে পূর্ব প্রস্তুতি ভালো থাকা চাই আর সময়মতো পরীক্ষা হলে প্রবেশ করতে দেরী হলে সেটা ক্ষতির খাতায় লেখা হয়ে যায় ...

২১. সম্পর্কগুলি বজায় থাকে দেয়া-নেয়ার উপর । কেউ যদি বলে সে নেয়া ছাড়াই সম্পর্ক টিকিয়ে রাখতে পারে তবে সে মিথ্যে বলে ।

২২. দেবী করে মাথায় রেখে বছরে ১৩ দিন নয়, হাসিমুখে মানুষ ভেবে মনে রেখো ৩৬৫ দিনই...

২৩. অন্যকে দোষারোপ করার আগে নিজের সীমাবদ্ধতা নিয়ে ভাবা উচিত ।

২৪. যেই মানুষটা কেয়ার করে সবচেয়ে বেশি, আবার দূর্ব্যবহারেও সকলের থেকে এগিয়ে, বুঝতে হবে সেই সবচেয়ে আপন...

২৫. কেতকী কোন পরিস্থিতিতে, ভালোবাসার কতো অবহেলায় কেটি হয়ে যায় তা রবি বাবুর ভাবা উচিত ছিল ।
বেচারী কেতকী, হওয়ার কথা ছিল নায়িকা হয়ে গেল খলনায়িকা !

২৬. হলে আকবর হও, যেনো তোমার সামনে বাঘও মাথা নিচু করে রাখে ।

২৭. ফোন নম্বর বদলালে বন্ধুদেরকে তা জানিয়ে দিন, নতুবা অনুগ্রহ পূর্বক বন্ধুদের কাছ থেকে যোগাযোগ আশা করবেন না ।।

২৮. আমরা কাজের চাপে হাসফাস করি, কিন্তু ভুলে যাই যে, প্রতিটা কষ্টকর কাজ থেকেই শেখার কিছু না কিছু থাকে যা পরবর্তী জীবনে কখনো না কখনো কাজে লাগে

২৯. আলোয় তোমাকে দেখে সবার চোখ ঝলসে যায়, তারা জানে না অন্ধকারে গেলেই তুমি হয়ে উঠো ভয়ংকর কাপালিক !
৩০. আড়ালে থেকে ছায়ার মতো আগলে রেখে সামনে অপ্রিয় সত্য বচন শোনাতে ওস্তাদ মানুষটাই আমার আসল বন্ধু ।।

৩১. নাম কামানোর জন্য দায়িত্ব নেবার আগে একাধিকবার ভাবুন, আপনাকে সম্মান প্রদর্শন করেই দায়িত্ব দেয়া হয়েছে, তার মর্যাদা রাখুন ।।

৩২. পারিনা , জানি না, এখন অনেক কাজ, পরে করে দিচ্ছি...এই ধরনের কথা যে সব অধীনস্তরা বলে অভ্যস্থ বুঝতে হবে তাদের পেশাগত জীবন সুখের হয় না সাধারণত ।

৩৩. ঘুষখোর অডিট অফিসারদের জন্য অনেক শিক্ষা প্রতিষ্ঠানেই দূর্নীতি বন্ধ হয় না

৩৪. নিজেকে বড্ড বেশি নিয়ন্ত্রিত করার কুফল হচ্ছে একসময় আবেগগুলো নিস্পৃহতায় পরিণত হয় ।

৩৫. সম্পর্ক হচ্ছে পানির মতো, যেই পাত্রে রাখা যায় সেই পাত্রের রং ধারণ করে ।
নষ্ট করতে চাইলে জীবন সংহারীও হতে পারে ।

৩৬. প্রিয়জনকে সংক্ষিপ্ত সময় দিলেও চেষ্টা করা উচিত পুরো মনোযোগ তার প্রতিই রাখতে ।
সম্পর্কের সম্মান এতে বরং বাড়েই ।

৩৭. ভালোবেসে প্রতিদান আশা করা বোকামি । তাতে শুধু কষ্টই বাড়ে ।

৩৮. সুসম্পর্ক নির্ভর করে যত্ন এবং আন্তরিকতার উপর।

৩৯. সম্পর্কগুলি গড়ে উঠে অদৃশ্য নিয়মের উপর ভর করে । যখনই নিয়মগুলোকে দৃশ্যমান করার চেষ্টা করা হয় তখন আর তা "সম্পর্ক" নয় বরং প্রতিষ্ঠান হয়ে উঠে ।

৪০. জীবনে ভালো বন্ধু হচ্ছে সৃষ্টিকর্তার আশীর্বাদ তবে তার সাথে নিজের পিসির মতোই সতর্কতার সাথে সম্পর্ক রাখতে হয়...
৪১. সব সম্পর্কেরই "যত্ন" প্রয়োজন... নাহলে তা শিগগীরই মলিন হয়ে যায় ।

৪২. হৃদয় মন্দিরে আপন হয়ে উঠা সম্পর্কগুলো হাজার বছর ধরে অযত্নে পড়ে থাকলেও নষ্ট হয়ে যায় না । সেই জায়গাও কেউ দখল করে নিতে পারে না শত চেষ্টাতেও ।।

৪৩. যে রাঁধে সে চুলও বাধে, কথাটা শাব্দিক অর্থে সত্যি হলেও একজন সফল প্রতিষ্ঠান প্রধান নারীর রান্নাঘরে ফেলে আসা অনেক চোখের জল সবার অগোচরেই থেকে যায়...

৪৪. ভালোবাসা নিশাচরকে করে ভোরের পাখি।

৪৫. কষ্টরাও একসময় অভ্যস্ত হয়ে যায়...

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

সোশ্যাল নেটওয়ার্ক

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites