ম্যুভি রিভিউ- "দ্য স্পীড"

অনেকদিন পর বলাকায় গেলাম বাঙলা সিনেমা অনন্ত জলীল অভিনিত ম্যুভি "দ্য স্পীড" দেখতে। সিনেমা শুরুর আগে পর্দা সরে গেল সিনেমা হলের এবং স্বাভাবিক ভাবেই জাতীয় সংগীত মিউজিকে পরিবেশন । কিন্তু অবাক হয়ে দেখলাম প্রায় ৩০% দর্শক সে সময় বসা থেকে উঠার নাম পর্যন্ত করেনি এই কয়েক মিনিট দাড়িয়ে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শণ করতে। সিনেমার শুরুই হলো বেশ দারুন সাউন্ডের ইফেক্ট দিয়ে। "দ্য স্পীড" নামটিকে সার্থক করতেই হয়তো।

১৯৯৯ সালের অক্টোবর মাসের কোন একদিন

মানুষের জীবনে বোধ সঞ্চারের এক নির্ভেজাল উপাদানের নাম কবিতা। কবিতা কখনো মানুষের মনকে রাঙিয়ে দেয়, কখনো বদনার কালো রঙ ঢেলে উপলব্ধিগুলোকে সতেজ করে তোলে; জীবন দর্শনের পথকে করে প্রশস্ত।

নারী-পুরুষ নিয়ে একটি বৈষম্যহীন সমাজের কথা বলি

'জেন্ডার' শব্দটি মুলত নারী ও পুরুষ উভয়কেই বোঝায়, বোঝায় নারী-পুরুষকে নিয়ে বৈষম্যহীণ সমাজের, রাষ্ট্রের কথা। সংস্কৃতি ও সমাজ নারী ও পুরুষ সম্পর্কে যে সব দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ গড়ে তোলে, ভিন্ন ভিন্ন আচরণ করতে শেখায়, কিংবা ভুমিকা পালন করতে বলে, সেসবই হচ্ছে জেন্ডার।

সৌদি নারী...অতঃপর রোকেয়া

যদি আজ থেকে প্রায় একশ বছর পেছনে তাকাই বেগম রোকেয়ার (রোকেয়া সাখাওয়াত হোসেন১৮৮০-১৯৩২) জীবনে যিনি সৌদি নারীদের মতো প্রাতিষ্ঠানিক উচ্চ শিক্ষার সুযোগ পাননি কিন্তু তার দেখানো আলোতে এখনও আমরা পথ দেখি।

নারী....আর কতোকাল রবে শুধুই অর্কিড হয়ে!

প্রচলিত ধ্যান-ধারণা হচ্ছে নারী হবে নরম-কোমল, সর্বংসহা (মাতা), মনোরঞ্জনকারিনী (বধূ)। তারা থাকবে অন্দরমহলে। আর তাই প্রবাদে শোনা যায়... 'ঝি নষ্ট হয় হাঁটে, বউ নষ্ট হয় ঘাটে'।....অর্থাৎ ঝি কে হাঁটে-বাজারে-মার্কেটে পাঠানো যাবে না আর বউকে পুকুর ঘাটে পাঠানো যাবে না (যদিও গ্রাম এলাকায় পরিবারের পানির যোগান দাতা সাধারণত নারীই)।

বুধবার, ২৫ মার্চ, ২০১৫

আমার কৃষক কন্যা: ফিরে চল মাটির টানে

ফিরে চল মাটির টানে ‘জুনিয়র’- সিজন ফোর
’মারি কুরি’-র চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ২০ শিক্ষার্থীকে নিয়ে এই পর্ব তৈরি হয়।

চ্যানেল আই-এর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে ফিরে চল মাটির টানে ‘জুনিয়র’- সিজন ফোর-এর আলু রোপণ পর্বের একটি দৃশ্য।

মুন্সিগঞ্জে চ্যানেল আই এর আয়োজনে অন্যান্যদের সাথে আমার কন্যা আলু লাগাচ্ছে

 চ্যানেল আই স্টুডিওতে অনুষ্ঠান ধারণ করার সময়গুলোতে



 ফেলোশিপ সনদ হাতে অন্যদের সাথে আমার কন্যা

 ১৩ কেজি আলু চাষ করেছে আমার কন্যা।
 প্রত্যেক শিক্ষার্থীর চাষকৃত আলু তাদের নামে বরাদ্ধ করা বস্তাতে

 শাইখ সিরাজ-এর কাছ থেকে অটোগ্রাফ নিতে ব্যস্ত সবাই
প্রিয় অভিনেত্রী সুবর্না মুস্তফার কাছ থেকে সনদ গ্রহণের পর অটোগ্রাফ নিতে ব্যস্ত সবাই ।

ছবি:
প্রথম ছবিটি চ্যানেল আই ফেসবুক পেজ থেকে নেয়া।
বাকীগুলো নোকিয়া ৭০০ নিজস্ব এ্যালবাম থেকে নেয়া।

সোমবার, ২ মার্চ, ২০১৫

বানান সতর্কতা : সচেতনতা চলুক বছরব্যাপী

'কোন বিষয় সম্পর্কে ভালোভাবে অবহিত হতে চাইলে তা নিয়ে বই লেখা শুরু করাই ভালো' বেঞ্জামিন ডিজরেইলির এই কথাটা আমার অনেক পছন্দের । আর এই কথার সূত্র ধরেই নিজের ভাষার বানান সম্পর্কে বানান নিয়ে ব্লগ লেখা শুরু করেছি।
অনলাইনে অনেক ভুল বানানের প্রচলন ঠেকাতেও এই আয়োজন কাজে আসবে বলে মনে করি। কেননা একই শব্দের ভুল বানান বেশি চালু হয়ে গেলে যারা অনলাইন থেকেই বানানে বেশি সাহায্য নিয়ে থাকেন তারা ভুল বানানটাকেই ঠিক বলে মনে করবেন।


♦অস্বস্থিকর না হয়ে অস্বস্তিকর হবে। যার অর্থ মনের অশান্তি, অস্বাচ্ছন্দ্য, দৈহিক অচ্ছন্দতা



♦আগ্রহউদ্দীপক না হয়ে আগ্রহোদ্দীপক হবে।
আগ্রহ+উদ্দীপক (অকার+উকার=ও-কার। কাজেই হ+উ মিলে হো
♦আমার ভাই এর রক্তে রাঙ্গানো ২১ শে ফেব্রুয়ারি। আমি কী ভুলিতে পারি?
এখানে কী এর বদলে কি হবে। কেননা কি দিয়ে "হ্যাঁ" অথবা "না" জবাব হবে ।
♦আল্পণা না হয়ে আলপনা পৃ: ১২৫



♦ইংরেজী না হয়ে ইংরেজি হবে। (বিদেশী)


♦কস্ট হবে না, কষ্ট হবে
♦কারন না হয়ে কারণ হবে। পৃ: ২৫৪-২৫৫



♦খন্ড না হয়ে খণ্ড হবে। পৃ: ৩০৭



♦গন মানুষ না হয়ে গণ মানুষ হবে। পৃ: ৩৩৯



♦চীজ না হয়ে চিজ হবে [cheese]


♦তৈরী না হয়ে তৈরি হবে


♦দুঃশ্চিন্তা হবে না, দুশ্চিন্তা হবে। যার অর্থ দুর্ভাবনা, অশুভচিন্তা, কুচিন্তা, উৎকণ্ঠা (উৎকণ+ঠা) পৃ: ৬১৬
♦দুর-অবস্থা না হয়ে দুরবস্থা হবে। পৃ: ৬১২

♦ধারনা না হয়ে ধারণা হবে। পৃ: ৪৩৭

♦নিরবিচ্ছিন্নতা হবে না, নিরবচ্ছিন্নতা হবে। পৃ: ৬৮৯
♦নির্বান হবে না, নির্বাণ হবে। পৃ: ৬৯৪

♦প্রাতীচ্য না হয়ে প্রতীচ্য হবে। প্রতীচ্য অর্থ হলো পাশ্চাত্য, পশ্চিম দিকের দেশ সংক্রান্ত।
পৃ: ৭৮৩
♦পর্তুগীজ না হয়ে পর্তুগিজ হবে । (বিদেশী)
♦প্রাইমারী হবে না, প্রাইমারি হবে। (বিদেশী)
♦♦প্রতারনার স্বীকার না হয়ে প্রতারণার শিকার হবে।
♦প্রতারনা না হয়ে প্রতারণা হবে।  পৃ: ৭৭৯
স্বীকার (মেনে নেয়া) না হয়ে শিকার (আক্রান্ত) হবে। পৃ: ১০৭৯



♦বাহীনি না হয়ে বাহিনী হবে। পৃ: ৮৬৪♦বিষন্নতা (বিষন+নতা) হবে না, বিষণ্নতা (বিষণ+নতা) হবে। পৃ: ৮৮৭
♦বিভৎস্য হবে না, বীভৎস হবে। পৃ: ৮৯১

♦বিলাশিতা না হয়ে বিলাসিতা হবে।পৃ: ৮৮৫
♦ব্যাথা না হয়ে ব্যথা হবে। পৃ: ৯০৮
♦বাংলা একাডেমী না হয়ে বাংলা একাডেমি হবে ।
♦বেশিক্ষন হবে না, বেশিক্ষণ হবে [ক্ষণ]

♦ভয়ংকর এই শব্দটি বানানের দিক থেকে ভয়ঙ্কর হবে । পৃ: ৯১৮ ( শব্দের মধ্যে ক বর্গীয় বর্ণের সাথে ং এর বদলে ঙ সংযুক্ত হয়)


♦মিশ্রন হবে না, মিশ্রণ হবে
♦মূর্তী না হয়ে মূর্তি হবে।
♦মৃত্যুদন্ড (ন+ড) না হয়ে মৃত্যুদণ্ড (ণ+ড)♦মেমোরী না হয়ে মেমরি হবে ।


♦রিভীউ না হয়ে রিভিউ হবে। (বিদেশী)



♦শরীক না হয়ে, শরিক হবে [আরবি شريك]
♦শহীদ না হয়ে শহিদ হবে। শহিদ শব্দটি আরবি (বিদেশী) ভাষা থেকে আগত। যেসব শব্দে হ্রস্বইকার এবং দীর্ঘঈকার দুই বানানেরই প্রচলন আছে সেসব শব্দে হ্রস্বইকারকে বেছে নিতে পরামর্শ দেয়া হয়েছে।


♦সেকেন্ডারী হবে না, সেকেন্ডারি হবে । (বিদেশী)
♦সম্ভবনা হবে না, সম্ভাবনা হবে । পৃ: ১১২৮
♦সুস্থ্যতা না হয়ে, সুস্থতা হবে।
♦সেকেন্ড (ন+ড)
second
♦সেকেন্ডারি (ন+ড)
secondary (বিদেশী)
♦সমীকরন না হয়ে সমীকরণ হবে। পৃ: ১১২৪

♦হুমায়ুন আহমেদ না হয়ে হুমায়ূন আহমেদ হবে।


তথ্যসূত্র:
♦বাংলা একাডেমী (একাডেমি) ব্যবহারিক বাংলা অভিধান,পঞ্চদশ পুনর্মুদ্রণ, ২০১২, মূল্য: ৪০০

বি.দ্র: এখানে উল্লেখিত ভুল শব্দগুলো অনলাইন থেকে পাওয়া। প্রয়োজনমতো আপডেট হতে পারে।

সোশ্যাল নেটওয়ার্ক

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites