যোগাযোগ

14 মন্তব্য(গুলি):

দেখতে পারেন কেমন হইলো......।।
http://www.somewhereinblog.net/blog/HAfs/29641735

অবশ্যই। অনেক ধন্যবাদ :)

ভাইয়া ওয়াচে আসি। তাই একটু কস্ট করে দেখে যান,
http://www.somewhereinblog.net/blog/moonshine/29650372

দেখে মন্তব্য করে এসেছি। অনেক ভালো পোস্ট। শুভকামনা রইলো ।।

আপু আপনার ফেবু আইডি টা দিবেন কি...!

এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

আপা আমার সামু ব্লগের আইডি হল এটা http://www.somewhereinblog.net/blog/farabi2012 আমি আজকে ২ মাস ধরে কারো ব্লগে কমেন্ট করতে পারি না আর আমার লেখা ১ম পাতায় আসছে না। কিন্তু আগে আসত। আমি আপনার সাহায্য প্রার্থী। দয়া করে আমার ব্যাপারটা একটু দেখেন please.

ব্লগ এ আপনার একটা লেখা দেখলাম নতুন ব্লগারদের জন্যে।আমি আপনার কাছে একটা help চাচ্ছি।আমি বেশ কিছুদিন হল ব্লগে রেজিস্টার হয়েছি,কিছু লেখাও পোস্ট করেছি কিন্তু এখন পর্যন্ত আমি জেনারেল বা সেফ হতে পারলাম না।কি কারন সেটাও জানিনা।মেইল করেছি কিন্তু এখনও কোন উত্তর পাইনি।এখনোও ৭দিন দেখাচ্ছে।কবে যে ৭দিন শেষ হবে জানিনা।ফোন(০১৭১১৫২৫২০০) করলে রিসিভ করেনা।অথচ ব্লগ লেখার ১মাস হয়ে গেল।ব্লগে আর কোন যোগাযোগের উপায়ও নাই।কি আমার অপরাধ তাও জানিনা।কত ব্লগ দেখি কিন্তু মন্তব্য করতে পারিনা কোন বিষয়ে লিখতে পারিনা কারন প্রথম পাতায় প্রকাশিত হবেনা।উৎসাহটাও নস্ট হয়ে যাচ্ছে ধীরে ধীরে।আমি কিভাবে এর সমাধান পাব?কার কাছে এর উত্তর পাব?যদি ৭দিনের বেশি সময় লাগে তাহলে ৭দিন না লিখে বরং যেই সময় লাগে সেটাই তো বলা উচিৎ।সেটা ৭দিন/১০দিন/১৫দিন যাই হোক না কেন।নতুন ব্লগারদের ব্লগ প্রথম পাতায় প্রকাশিত হ্য়না।কাউকে কমেন্ট করতে পারিনা।কেউ আমার লেখা দেখতেও পারেনা।এভাবে নতুন ব্লগারদের নিরুৎসাহিত করার কি যুক্তি?৭ দিন ঠিক আছে মানলাম কিন্তু ৭দিনের কথা বলে মাসের পর মাস এভাবে দেরি করানোর কি মানে আছে?কিছু ব্লগারের নতুন নিক রেজিস্ট্রেশন এর মাধ্যমে, ফ্লাডিং এবং ব্লগের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যকে ঠেকানোর জন্য সাময়িক এই ব্যবস্থা নেয়া হয়েছে ।কিন্তু এই নিয়ম তো মনে হয় সেই ২০০৭ সাল থেকে।এটা কি আপগ্রেড করা যেতনা?কতদিন আর সাময়িক থাকবে।অনেকের কাছে শুনলাম জেনারেল হতে নাকি ২।৩ মাস সময় লাগে তাহলে আর ৭দিন ওয়াচ এ রাখার দরকার কি?১মাস বা ২মাস ওয়াচ এ রাখুক।একটু দেখবেন কি প্লিজ কি করা যায়।অমার ব্লগ আইডি http://somewhereinblog.net/blog/forexmunir

আপনার ফ্যান হোওয়া সৌভাগে্যর বিষয় । nice blog .....

এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

@Abdullah Al Naser, আপনি কর্তৃপক্ষের কাছে মেইল করে অনুরোধ করতে পারেন। কাজ হলেও হতে পারে। ব্লগে এর আগে এমন দৃষ্টান্ত আছে।
শুভকামনা রইল।।

একটি মন্তব্য পোস্ট করুন

সোশ্যাল নেটওয়ার্ক

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites