মঙ্গলবার, ১২ মে, ২০১৫

Sleeping Beauty


না, এ কোন রূপকথার ঘুমন্ত রাজকন্যা নয়। তেতো বাস্তবেরই এক সুন্দরী। যাকে জীবনের প্রয়োজনে করতে হয় বেশ কিছু অড জব।
২০১১ সালে মুক্তিপ্রাপ্ত অস্ট্রেলিয়ান সিনেমা Sleeping Beauty ইউনিভার্সিটি পড়ুয়া লুসি যে কফি শপে কাজ করে, ইউনিভার্সিটির মেডিক্যাল ল্যাবের রিসার্চ সাবজেক্ট এবং বারের আগতদের কারো কারো সেক্স পার্টনার হিসেবে পুরো সিনেমা জুড়ে শান্ত, চুপচাপ, নির্বিকার একটি চরিত্রকে দেখানো হয়েছে । কিন্তু যখন সে তার শয্যাপাশে একজন মৃত বুড়োকে দেখতে পায় তখনই কেবল তাকে ইমোশনাল হতে দেখা যায় বিশেষভাবে। যা ঘুমন্ত সুন্দরীকে জাগিয়ে
তোলার রূপক হিসেবে কাজ করেছে।

সিনেমাটা দেখে যা মনে হয়েছে কর্পোরেট পুরুষদের কাছে নারী অতি সহজলভ্য। যদিও পাঠক বলতে পারেন সব পুরুষদের কাছেই নারী সহজলভ্য। কিন্তু যখন আপনি ক্লাস মেইনটেইন করবেন তখন সব ক্লাসের নারী কিন্তু সহজলভ্য নাও হতে পারে। কিন্তু অনেক সময়ই আপার ক্লাসের নারীরা সহজলভ্য হয়ে যায় কর্পোরেট পুরুষদের কাছে। আমাদের বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরে এই বিষয়টির কথা শুনেছি। কলেজ, ইউনিভার্সিটি পড়ুয়া মেয়েরা সহজে অর্থ উপার্জনের এক পথ হিসেবে কর্পোরেট পুরুষদের সাথে ডেট করা বা বিছানা সঙ্গী হওয়াকে বেছে নিচ্ছে। অনেক সময় প্রমোশনের লোভে বা বিদেশ ভ্রমনের সুযোগ পেতে অনেক সাবোর্ডিনেট নারীও বিভিন্ন পন্থায় বসদেরকে খুশি করতে বিভিন্ন কৌশল অবলম্বন করে ।

মুক্তি : ২০১১
অভিনয়ে : , ,
ডিরেক্টর :

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

সোশ্যাল নেটওয়ার্ক

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites