রবিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৩

স্বামীর মৃত্যুতে স্ত্রীরা কাঁদে কেন?

সাধারণ স্বামীর মৃত্যুতে স্ত্রীরা আহাজারি করে কাঁদে এই বলে যে, এখন তার পোলাপাইনগুলারে দেখবো কে? চলবো কেমন করে? ইত্যাদি নানা ইতং বিতং কথা। তাহলে যদি এমন হতো যে স্বামী স্ত্রীকে অর্থনৈতিক সব রকমের স্বচ্ছলতা দিয়ে গেলেন তবে, স্ত্রীরা কি বলে কাঁদতো?
অর্থনৈতিক নির্ভরতাই কি স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসাকে জিইয়ে রাখে? প্রশ্নটা শুনতে খারাপ লাগতে পারে...কিন্তু এমন অনেক নারীকেই দেখা গেছে যারা অর্থনৈতিকভাবে স্বচ্ছল তারা স্বামীকে পরিত্যাগ করছে অবলীলায়।সেখানে অনেক ধরনেরই কারণ উঠে আসে তার সপক্ষে। কিন্তু অর্থনৈতিকভাবে নির্ভরশীল স্ত্রীরা কিন্তু স্বামী পরিত্যাগের কথা ভাবলেও তা বাস্তবে রুপ দিতে পারে না, আর্থিক কারণেই।
সেদিন এক বিদ্যালয়ের নিহত শিক্ষকের স্ত্রী বলছিলেন যদি তার স্বামী হাত পা ভেঙ্গে ঘরেও থাকতো তবুওতো প্রাইভেট পড়িয়ে দিনাতিপাত করতো...এই ধরনের কথা। তাহলে কি স্বামী উপার্জনক্ষম না হলে তার কোন মূল্য নেই?
আরো কথা আছে....আজ না হয় এই পর্যন্তই

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

সোশ্যাল নেটওয়ার্ক

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites