সোমবার, ১৫ ডিসেম্বর, ২০১৪

"সাক্ষী"- সোনালী অতীতের সিনেমা

শাহনাজ রহমতুল্লাহর কন্ঠে, ববিতা অভিনীত "সাক্ষী" সিনেমার
পারি না ভুলে যেতে, 
স্মৃতিরা মালা গেঁথে
হারানো সেই পৃথিবীতে ডেকে নিয়ে যায়
আমারে কাঁদায়...আমারে কাঁদায়।।

কেউ যদি এ মুখ দেখে
আমাকে দুঃখী বলে
শুধাই যদি কেন ভাসি
পোড়া এই চোখের জলে,
আমার সকল কথার জবাব যেন আপনি হারায়,
আমারে কাঁদায়...আমারে কাঁদায়।।
আমায় দিয়ে ভুল ঠিকানা
সে আছে কতো দূরে,
ছেড়া তার বাতাসে তার
বাজে না আগের সুরে,
তবু ফেলে আসা পথে যেতে সমুখে দাঁড়ায়,
আমারে কাঁদায়...আমারে কাঁদায়।।

এই গানটা অনেক আগে থেকেই ভালো লাগে। আর সেই ভালো লাগা থেকেই  "সাক্ষী" সিনেমা দেখার আগ্রহ।


বাড়ি থেকে পালিয়ে ইলিয়াস কাঞ্চনকে বিয়ে করে ববিতা জীবন শুরু করে হোটেলে বিয়ের প্রথম রাত পার করে।
বন্ধুর কথা মতো তার বাড়িতে তাকে খুঁজতে গিয়ে মিথ্যে খুনের মামলায় ফেঁসে গিয়ে জেল হয়ে যায় ইলিয়াস কাঞ্চনের। কোন কিছুই জানতে না পেরে আর ইলিয়াস কাঞ্চনের খোঁজ না পেয়ে বিশ্বাস ভঙ্গের কষ্ট নিয়ে শুরু হয় ববিতার জীবন।আমিন (ওয়াসিম) মিথ্যে সাক্ষী দিয়ে রোজগার করে জীবন চালায় আর স্বপ্ন দেখে বেশি টাকা রোজগার করে বোন সুচরিতার সঙ্গে বোনের পছন্দের বড়লোকের ছেলে ওমর (বুলবুল আহমেদ)-এর সঙ্গে বোনের বিয়ে দিবে।
পুতুল খেলার দিন ফুরালো জানি না কখন
দিনে দিনে বড় হলো আমার ছোটবোন
সে এখন বউ হবার দেখেরে স্বপন


কোটিপতি বাবার অপছন্দ সেলস গার্ল পাত্রীকে পুত্রবধু হিসেবে পেতে। আর সে কারণেই ছেলের জন্মবার্ষিকীতে সুপরিকল্পিতভাবে আগত বড়লোক মেহমানদের দিয়ে সুচরীতাকে অপমান করানো হয়।




জীবনের এই যে রঙিন দিন
রবে না হায়রে চিরদিন
মাটির এক অন্ধকার ঘরে
যেতে হবে সঙ্গী সাথি হীন ।


এদিকে মানিক (ববিতা-ইলিয়াস কাঞ্চনের ছেলে)ওয়াসিমকে ঘটনাচক্রে বাবা বলে জানে। 

আমরা দু'টি ছেলে মেয়ে
খোকনরে তুই বাপ
ছোটখাট ভুলগুলি করে দিস মাফ
মানিকরে তুই বড়ই নিস্পাপ

অসৎ কোটিপতি পিতার সৎ সন্তান ওমর শেষ পর্যন্ত তার বাবাকে সৎ পথে ফেরাতে সমর্থ হয়।
আর এদিকে প্রতিপক্ষ ফাঁদ পেতে ওমরের বাবা (গোলাম মোস্তফা)র সম্পত্তি হাতিয়ে নিতে এবং প্রতিপক্ষকে সরাতে খুন করে লাশ ওমরদের বাড়িতে ফেলে আসতে আমিন(ওয়াসিম)কে ব্যবহার করে।
দৈনিক সংবাদ পত্রে প্রকাশিত ঘটনা জেনে বোন সুচরীতার আহাজারীতে আমিন জানতে পারে সে নিজেই বোনের জীবনের সবচেয়ে বড় ক্ষতিটি করে ফেলেছে। এবং তারই প্রায়শ্চিত্ত করতে খুনিকে পুলিশের হাতে ধরিয়ে দেয়।
এদিকে সাত বছর পর ইলিয়াস কাঞ্চন যখন জেল থেকে ছাড়া পায় তখন ববিতার সাথে ওয়াসিমের বিয়ের কথা চূড়ান্ত হয়ে গেছে। ইলিয়াস কাঞ্চনকে ভুল বুঝে ববিতার অভিমান, রাগ এবং সবশেষে আড়াল থেকে সব ঘটনা শুনে ওয়াসিম বুঝতে পারে সে নিজেই মিথ্যে সাক্ষী দিয়েছিল ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে।


যা ভালো লেগেছে :
■প্রায় প্রতিটা গানই সুপরিচিত, জনপ্রিয় এবং শ্রুতিমধুর ও মনে রাখার মতো।
■ববিতা বরাবরের মতোই দারুণ আকর্ষনীয় এবং অন্যান্যরাও চমৎকার অভিনয় করেছে ।
■সুচরীতার অভিনয়ের তেজস্বীতা, আত্মসম্মানবোধ উপস্থাপন ভালো লেগেছে। 
■ ওয়াসিমের অভিনয় আমার তেমন ভালো না লাগলেও এখানে নামকরণে ওয়াসিমের অভিনয় ভালো লেগেছে।

যা আরো ভালো হতে পারতো :
■ববিতার অভিনয় করার সময় এবং সুযোগ আরেকটু বাড়ানো যেতো।
■ ইলিয়াস কাঞ্চনকে একেবারেই কম সময় উপস্থাপন করা হয়েছে যাতে তার চরিত্র উপস্থাপন কিছুটা ম্লান মনে হয়েছে।
■ জনপ্রিয় "পারিনা ভুলে যেতে, স্মৃতিরা মালা গেঁথে..." গানটি হঠাৎ করেই শুরু হয়েছে। 
■ শেষে ববিতার সামনে ইলয়াস কাঞ্চনের কাছে ওয়াসিমের দোষ স্বীকার করার দৃশ্যটা আশা করেছিলাম।


অভিনয়ে :
ববিতা, ওয়াসিম, বুলবুল 
আহমেদ,সুচরীতা, ইলিয়াস কাঞ্চন এবং অন্যান্যরা । 

সংগীত- আলাউদ্দিন আলী


কন্ঠ শিল্পী-রুনা লায়লা, সৈয়দ আবদুল 

হাদী,সানিা ইয়াসমিন,সুবির নান্দ,শাহনাজ 

রহমতউল্লাহ,রফিকুল আলম,মিতালী 

মূখার্জী ।

চিত্র নাট্য ও পরিচালনায়-আওকাত হোসেন ।


তথ্যসূত্র :
ইউটিউব

সবাইকে ঈদের শুভেচ্ছা ।।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

সোশ্যাল নেটওয়ার্ক

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites