রবিবার, ২১ জুলাই, ২০১৩

অনুগল্প : চেনা-অচেনা

ফোনটা নিয়ে অনেকক্ষণ থেকেই উসখুশ করছে ...
কতোদিন রিশাদের সাথে কথা হয় না নিপার !
ভারী, অস্থির কন্ঠটা শুনতে নিপাই অস্থির হয়ে যাচ্ছে...

এমন কখনো হয় নি যে, দু'জন পুরো সময়টা ধরেই ঠান্ডা মাথায় কথা বলেছে...বরং দেখা গেছে যতক্ষণ কথা বলতো তার মধ্যে অনেক বেশি সময়ই রাশেদ খুব কঠিন কঠিন কথা শোনাতো নিপাকে...
কঠিন কথা শুনতে শুনতে একরকম মোহগ্রস্থ হয়ে যাচ্ছিল !
রিশাদ ফোন করলে নিপা ফোনটা রিসিভ করে অপরপ্রান্তে চুপ করে থাকতো ।
তারপর ওই পাশ থেকে রিশাদের ধমক খেয়ে নিপার মুখ থেকে কথা বেরুতো ...
শুধু ঝারি খেতেই নিপা অনেক সময় রিশাদকে খেপাতো ....

ভাবতে ভাবতে নিপার চোখ ভরে যায় পানি তে ...

সমাজে বলার মতো আহামরি কোন সম্পর্কই নেই দু'জনের মধ্যে । শুধুই দু'জনে দু'জনার শুভাকাঙ্খি ।
কখনো কোন রকম রোমান্টিকতার নায়ে তারা চড়ে বসেনি।

কিন্তু তারপরও কেমন অদ্ভুত এক মোহগ্রস্থতা !

রিশাদের ফোন খুব কম সময়ই খোলা পেয়েছে নিপা। কিন্তু আজ যেন ভুতে পেয়েছে ওকে ...
নাম্বারটা ডায়াল করে তাকিয়ে থাকে ফোনের দিকে...
যদি ফোন খোলা পায়ও তবুও কথা বলতে পারবে না...
ওর আসলে বলার কিছুই নেই।
নাহ, ফোন বরাবরের মতোই ...

এবার টেক্সট পাঠালো ...
জানে রিশাদ ফোন বন্ধ রাখলেও ও নিজেও অস্থির চিত্তের ...কোন এক ফাঁকে ঠিকই ফোনটা চালু করবে আর তখন ওর মেসেজটা ঠিকই ডেলিভারড হবে...

আজকাল তোমাকে মেসেজ দিতেও কেমন অস্বস্তি হয় !
কতো দূরের অচেনা হয়ে গেছ ...!

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

সোশ্যাল নেটওয়ার্ক

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites