শনিবার, ৯ আগস্ট, ২০১৪

বই রিভিউ- রিদা খানের "বন্ধু আমার"


পেশাগত জীবনে  এমবিএ করা University of Phoenix এর Hawaii Campus-এ করপোরেট লিডারশিপ লেকচারার মেধাবী রিদা খান-এর "বন্ধু আমার" শুরুটা খুব সাধারণ এক গল্পের মতো। আমাদের প্রাত্যহিক জীবনে আমরা যেভাবে শব্দ প্রয়োগ করি, রিদা খানের গল্পের পাত্র-পাত্রীরা সেভাবেই কথোপকথনে এগিয়ে গেছে। একটা সময় খেয়াল করলাম বইটা অসমাপ্ত রেখে ঘুমাতে যেতে পারছি না।
লেখক হিসেবে রিদা খানের এখানেই সার্থকতা। তিনি দারুনভাবে পাঠককে তার গল্পে ধরে রাখতে পেরেছেন। পাঠক তার লেখা শুরু করার পর শেষ না করে উঠতে পারবে না। 

বই নিয়ে কিছু কথা
■  উজ্জ্বল রংয়ের প্রচ্ছদটি সহজেই পাঠকের নজর কাড়বে।


■ বোর্ড বাঁধাই করা চার ফর্মার বইটির মূল্য রাখা হয়েছে বাংলাদেশী টাকার মানে ২০০ টাকা যা ক্রেতা হিসেবে বাংলাদেশী পাঠকদের জন্যে কিছুটা চড়া মূল্যের মনে হয়েছে। 

■শব্দচয়নে বাংলার পাশাপাশি ইংরেজি শব্দের ব্যবহারটা বাহুল্য মনে হয়েছে কিছু ক্ষেত্রে। আশা করি লেখক পরবর্তীতে এ ব্যাপারে বাংলাদেশী পাঠকের চাহিদার কথা বিবেচনা করবেন।


■ লেখকের আকর্ষনীয় ছবি এবং ব্যক্তিগত ও পেশাগত পরিচয় তুলে ধরাটা সময়োপযোগী হয়েছে।

■ উন্নত মানের কাগজ ও পাঠযোগ্য ফন্ট ব্যবহার বেশ দৃষ্টিনন্দন । বইয়ের পৃষ্ঠাগুলো স্পর্শ করলেই বোঝা যায় লেখক এবং প্রকাশক উভয়েই বইয়ের কাঠামোগত মানের ব্যাপারে সচেতন ছিলেন যথেষ্ঠ।

■ রিদা খানের সহজ, সাবলীল বর্ণনা পড়ে মনে হয় নি তিনি বাংলা ভাষাভাষীদের থেকে দূরে ভিনদেশীদের সাথে বাস করছেন। বরং সমাজ, দাম্পত্যজীবনের টানাপোড়েন নিয়ে তার সচেতনতা মুগ্ধ করার মতো।

■ বানানে যথেষ্ট যত্নের ছোঁয়া রয়েছে যা অনেক বাংলা ভাষাভাষীর কাছ থেকেও সম্প্রতি আশা করা যায় না । 


■ বইটির বিভিন্ন অংশ থেকে আমার ভালো লাগা কিছু লাইন এখানে পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরলাম ।
►জীবন সহজই ভাইয়া। শুধু সহজ করে ভাবতে হয়। আমরা নিজেরাই জীবনকে অনেক কঠিন করে ফেলি।


► অ্যাট লিস্ট আমাকে বন্ধু হিসেবেই রেখো, এর নিচে নামিয়ে দিও না, আমি সইতে পারবো না।
►বুয়েটের "পাবলিক" থেকে একশো হাত দূরে থাকিস...ওদের ইগো প্রবলেম, এটা -সেটা কত কী।


►যার নিজের ইম্প্রেস করার গুণ আছে, সে খুব সহজে অন্য কারো কথায় কিংবা কাজে ইম্প্রেসড হয় না।


►সমাজের রোগ তো সারানো সহজ নয়। হয় ফাইট করতে হবে, নয় সামাধান করতে হবে। কিন্তু ইগনোর করলে চলবে না।


► সবারই থাকা উচিত একটা করে Principle of Life, "one at a time."  একজনের সাথে Relationship থাকা অবস্থায় অন্যের সাথে জড়িয়ে না পড়া। এতে অপরপক্ষ ভীষণ কষ্ট পায়।


►খুব ভালো হত যদি পৃথিবীতে Extra marital affair এর উপর Law পাশ করত।


►এত বেশি মিল খুজেঁ পেলে তো মুশকিল। তখন একই রকম মানুষ হয়ে যাবো, বোরিং লাগবে। কিছু বিষয়ে অমিল থাকলে মনে হবে ইন্টারেস্টিং।


►যখন দুটো মনের মধ্যে মিল থাকে, যখন দুজন মানুষ আনন্দ এবং কষ্ট ভাগাভাগি করে নিতে রাজি হয়, তখুনি বন্ধুত্ব হয়।

►কারণ ছাড়া মানুষ দুনিয়াতে কত কথা বলছে, কত কাজ করছে কই, কোন অসুবিধে তো হচ্ছে না।


►ভালোবাসায় কোন শর্তারোপ করতে নেই...


►বন্ধুত্বের যে বাঁধনে জড়িয়ে ফেলেছেন, সেটা থেকে যদি বা আপনি কোনোদিন আমাকে মুক্তি দেন, আমি কোনদিন মুক্তি দেবো না।


■ বইটির সংক্ষিপ্ত পরিচিতি

নাম: বন্ধু আমার
লেখক : রিদা খান
প্রথম প্রকাশ: মে ২০১৪

প্রকাশক: মোঃ মিজানুর রহমান,
ইমন প্রকাশনী, ১৪ বাংলা বাজার,
ঢাকা-১১০০
ISBN: 987-2341-32-4
মূল্য: ২০০ টাকা US $ :10.00
প্রাপ্তিস্থান: ইমন প্রকাশনী, ১৪ বাংলা বাজার, ঢাকা
এবং তানিয়া বুক ডিপো, বাংলা বাজার



ছবি সূত্র : ইব্রাহিম খান

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

সোশ্যাল নেটওয়ার্ক

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites