শুক্রবার, ১০ অক্টোবর, ২০১৪

বই রিভিউ: মোহাম্মদ ইসহাক খান-এর "অদ্ভুত অবসর"

আধুনিক বাংলা সাহিত্যে তরুণ গল্পকারদের মধ্যে ছোটগল্পে মোহাম্মদ ইসহাক খান নির্দ্বিধায় নিজের জায়গা দখল করে নিবেন এ বেশ জোর দিয়েই বলা যায় । বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়ণরত তরুণ এই লেখক গল্প, অনুগল্প, কবিতা লিখলেও লেখালেখির প্রধান ক্ষেত্র ছোটগল্প। রচিত ছোটগল্পের সংখ্যা ৫২৯ টি (২০ সেপ্টেম্বর ২০১৪তে প্রকাশিত তথ্য অনুযায়ী) । সহজ, সরল, প্রাঞ্জলভাবে উপস্থাপনা এবং গল্পের প্লট, চরিত্র, ঘটনা, ভাবনা ইত্যাদিতে ক্রমাগত বৈচিত্র্য সৃষ্টির চেষ্টা তাঁর লেখার অন্যতম বৈশিষ্ট্য। সাধারণ আটপৌরে স্থান থেকেই তাঁর গল্প মানুষের এবং জীবনের সাদাসিধে গল্প।

 বই নিয়ে কিছু কথা
♦ প্রকাশক এ.বি.এম হেলালের আন্তরিকতার ছোঁয়া রয়েছে প্রকাশনাটিতে।


♦ প্রচ্ছদকার মোস্তাফিজ কারিগর বইয়ের নামকরণের সাথে মিল রেখে দৃষ্টিনন্দন একটি প্রচ্ছদ উপহার দিয়েছেন।

♦ বোর্ড বাঁধাই, পোস্তানী সহযোগে আট ফর্মার বইয়ের বাজারমূল্য ২০০ থেকে ২৪০ টাকা হতে পারে । সেক্ষেত্রে বর্তমান বাজার মূল্যের সাথে সঙ্গতি রেখে ২০০টাকা পাঠকের জন্যে সহজলভ্য হয়েছে। 

♦ শব্দচয়ণে লেখক যথেষ্ট যত্নবান ছিলেন । তবে বর্তমান সময়ে ইংরেজীর বদলে ইংরেজি এবং ইংরেজি মাসের নামগুলোতে দীর্ঘ ইকার এর ক্ষেত্রে হ্রস্ব ইকার চালু হচ্ছে । আশা করা যায় ভবিষ্যতে লেখক নিজেও নিজের লেখায় এই বর্তমান ধরণটিকে চালু করবেন।

♦ আকর্ষণীয় গল্পগুলোতে কোন সুরসুরি মূলক ভাবাবেগের প্রকাশ ঘটেনি এবং যথেষ্ট শালীন, রুচিশীল শব্দচয়ন যে কোন বয়সী পাঠককেই পড়তে আগ্রহী করে তুলবে।

বইয়ের সংকলিত গল্প গুলো থেকে অল্প কয়েকটা সম্পর্কে নিজের কিছু মতামত এবং পছন্দের কিছু লাইন তুলে ধরলাম ।

২১ টি ছোটগল্প নিয়ে এক অসাধারণ গল্প সংকলন "অদ্ভুত অবসর" ।

"A person who demands perfection in his friends is bound to be friendless."
"...বন্ধুত্ব, সম্পর্ক বিষয়গুলোকে অর্থহীন মনে হয়..."
একা গল্পে এভাবেই একা মানুষের অসহনীয়, অস্বাভাবিক ভাবনা ধরা পড়েছে লেখকের লেখায় ।


দাবাড়ু লেখায় দাবার প্রতি লেখকের আধিপত্যের প্রভাব রয়েছে নিখুঁতভাবে । কখনো বুয়েটের দাবা চ্যাম্পিয়ন হিসেবে মোহাম্মদ ইসহাক খানের নাম শুনলে অবাক হবো না নিশ্চিত ।
বুয়েটের চার দেয়ালেই লেখক নিজেকে সীমাবদ্ধ করে রাখেন নি । আইন/সম্পর্ক নিয়ে লেখা তাঁর ফাঁসি, ডাক্তারী বিদ্যা নিয়ে লেখা দারুন গল্প  স্মৃতি

উপহার পিতা-পুত্রের সম্পর্ক, প্রত্যাশা নিয়ে ছুঁয়ে যাওয়া একটি লেখা ।

"বিয়ে মানে হলো জীবনের পূর্ণতা" আধুনিক পদ্ধতিতে জীবন সঙ্গিনী অনুসন্ধান-এর মেসেজটি দারুণ লেগেছে।
আমরা দশটা বেছে বিয়ের মতো সম্পর্কের কল্পনা করলেও বাস্তবতা দিয়ে অনেক সময়ই নিজেদের যাচাই করে দেখি না ।

মা'কে খুঁজছি তে "খুশির দিনটিতে কারো উপর রাগ পুষে রাখবেন না" কথাটা পড়ে মনে হয়েছে সবাই যদি এমন হতো কতো ভালোই না হতো ।

জনৈকা মাতাতে একজন পুরুষ হয়ে কথক হিসেবে গল্পকার নারী চরিত্র চিত্রণের দুঃসাহসী রূপটি অসাধারণভাবেই ফুটিয়ে তুলেছেন ।
"স্বামীর কাছে প্রতারিত হবার ব্যাপারটি মেয়েদের খুব আঘাত করে"

"... ... রাগারাগি করতে সাহস লাগে, পায়ের নিচে শক্ত মাটি লাগে"

"দারিদ্র শুধু কষ্ট দেয় না মনটাকে ছোটকরে দেয়"

"সব সুখ একপেশে দুঃখ বৈচিত্রময়"এই সার্থক ছোট গল্পটি পড়তে পড়তে পাঠকের চোখ সহসাই ভিজে উঠবে ।

তৃতীয় ব্যক্তি
তে "নিজেকে প্রকাশ করতে না পারার কষ্ট বড় ভয়ংকর" খুব বাস্তব কথাটাই লেখক তার গল্পের পাত্রের মুখ দিয়ে বের করে এনেছেন।



মৃত মানুষ হয়ে উপস্থাপন করা বিস্মরণ পড়া শেষে বুকের ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে । প্রিয়/অপ্রিয়জনের মাঝে আমরা বেঁচে থাকতে চাই । এই দীর্ঘশ্বাস যেন সেকথাই জানান দেয় ।

ফেসবুক "...মানুষগুলোর অনেকে মুখোশ পড়ে ঘুরে বেড়াচ্ছে, কেউ আবার 'আসল নিজেকে' চেনাবার প্রাণপন চেষ্টা করে যাচ্ছে। হয়তো নিজেকে লুকিয়ে ফেলা সত্যিই সহজ হয়ে গেছে। "

"খোদা না করুন, আমাকে যেন কেউ বুঝে না ফেলে"-মীর্জা গালিব

মারফি'স ল' মোহাম্মদ ইসহাক খানের এক কথায় অসাধারণ এক লেখা । গল্পকারের ভক্ত হওয়ার জন্যে বোধ করি এই এক লেখাই যথেষ্ট । যদিও তার নিয়মিত পাঠকগণ এমন অসাধারণ অনেক লেখারই সন্ধান পেয়ে থাকেন ।

গল্পটি আগে পড়েছিলাম, সত্যি বলতে কি বুকের ভেতর বাস করা এক অবুঝ কিশোরী এই গল্পটির নায়কের প্রেমে পড়েগিয়েছিল তখন থেকেই যখন মুগ্ধ পাঠক এই আমি নিরস প্রেমের গল্পটি পড়েছিলাম । বইটি থেকে বেশ কিছু লেখা পড়ার পর এই লেখাটিই খুঁজতে শুরু করেই পেয়েগেলাম আর মনে মনে গল্পকারকে ধন্যবাদ দিলাম উনার গল্প সংকলনে এই বিশেষ লেখাটিকে স্থান দেবার জন্যে ।
শরৎচন্দ্রের 'শ্রীকান্ত' থেকে কোট করা মহান উদ্বৃত্তি " বড় প্রেম শুধু কাছেই টানে না দূরেও ঠেলে দেয় ।"
 আর রয়েছে গল্পকারের নিজস্বতা "প্রেম মিলনে মলিন হয়, বিরহে অমর"

কে? গল্পটিতে অন্তর্জালের পরিচয়, মিলন, বিরহ সম্পর্কে লেখা এই গল্প পুরোটা শেষ করার আগে ধঅরণা করার সম্ভব নয় এর পরিণতি কী হতে যাচ্ছে । গল্পকারের বিশেষ দক্ষতার পরিচয় পাওয়া যায় এই লেখাটিতে ।
এই লেখাটির স্বত্ত আমার থাকলে অন্তর্জালের হারিয়ে যাওয়া প্রিয় বন্ধু 'ডেভিড'কে উৎসর্গ করতাম ।

  বইটির সংক্ষিপ্ত পরিচিতি
নাম:  অদ্ভুত অবসর
লেখক : ইসহাক খান
প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি  ২০১৪

প্রকাশক: এ.বি.এম. হেলাল
রাঁচী গ্রন্থনিকেতন, ৮২ কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্স,
২৫৩-২৫৪ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫

ISBN: 987-984-90751-6-5
মূল্য: ২০০ টাকা
প্রাপ্তিস্থান: রাঁচী গ্রন্থনিকেতন, ৮২ কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্স,
২৫৩-২৫৪ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫
 

►রকমারীতে "অদ্ভুত অবসর"

►অদ্ভুত অবসর এর ফেসবুক পেজ

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

সোশ্যাল নেটওয়ার্ক

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites