রবিবার, ১১ জানুয়ারী, ২০১৫

একজন বারবণিতার কথা বলছি

এক প্রখ্যাত সাহিত্যিকের লেখার এক বারবণিতার কথা বলছি, তিনি গতানুগতিক বারবণিতা নন। ডিজিটাল বারবণিতা।
তার স্ট্যাটাস গুলো তার বস্ত্র, সেখানে পুরুষদের লাইক আর কমেন্টকে শরীর থেকে বস্ত্র খুলে নেবার মতো
করে রূপক হিসেবে ধরা হয়েছে।
সাহিত্যিক খুবই শৈল্পিকভাবে তার সাহিত্য রচনা করেছেন। একজন নারীর ডিজিটাল উপস্থিতিকে একজন বারবণিতার সঙ্গে তুলনা করেছেন। তার স্ট্যাটাসগুলোকে নারীর আবেদনময়ী শরীরের সঙ্গে তুলনা করেছেন।
পুরুষ সাহিত্যিক যদি নারীর ডিজিটাল উপস্থিতিকে বারবণিতার সঙ্গে তুলনা করে থাকেন তবে সাহিত্যিক নিজেও কি সেই নারীর স্ট্যাটাসে লোলুপ দৃষ্টি দেন নি ?

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

সোশ্যাল নেটওয়ার্ক

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites