শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০১৪

কথকতা

►কোন সম্পর্কে হিসেব নিকেশ করলে সেই সম্পর্ক টিকিয়ে রাখা মুশকিল হয়ে পড়ে।

►সম্মান অসম্মানের হিসেব করলে সম্পর্ক এমনিতেই দূর্বল হয়ে যায়।

►সত্যিকারের ভালোবাসার রূপ মাঝে মাঝে বড্ড রূঢ়ও হয়ে থাকে।


►কাছের দৃশ্যমান মানুষ কী অদ্ভুতভাবে দূর থেকে দূরে অদৃশ্য হয়ে যায়!

একটা সময় আর দেখা যায় না...শুধু অনুভব করতে হয় !


►কাঁচ অথবা নদীর স্বচ্ছ জলের মতো "স্বচ্ছ" মানুষকে চিনতে খুব বেশি সময় লাগে না। জটিল মানুষকে বুঝতেই জীবন পার হয়ে যায়... তবুও বোঝার বাকী থেকে যায়!


ডিজিটাল বন্ধুত্বে দেনা- পাওনার হিসেবটা বড্ড কড়কড়ে থাকে।


জীবনে কিছু মানুষ আসেই চলে যাওয়ার জন্যে...তাদেরকে আকড়ে ধরে রাখতে নেই।



পারস্পরিক সম্পর্কের প্রকৃত সৌন্দর্য হল "ক্ষমা" ।


আকাঙ্ক্ষার সীমাবদ্ধতাই মানুষের ভেতর দ্বৈতসত্তার জন্ম দেয়।


আপন "আপনি" কখনো কখনো "তুমি"তে এসে পর হয়ে যায়...

ভালোবাসা কখনো কখনো মানুষকে বড্ড সীমাবদ্ধ করে দেয়!


খোলা চোখে কাছের প্রিয় মানুষগুলোকে

 যতোটা সহজ-সরল মনে হয়, সময়ে সেই 

মানুষগুলোই হয়ে উঠে দুর্বোধ্য , জটিল, 

বুঝতে না চাওয়া দূরের কেউ !



"ভালো বন্ধু" হচ্ছে সৃষ্টিকর্তা প্রদত্ত উপহার ।

লোহা যেমন নিত্য ব্যবহার না করলে মরচে পড়ে যায়,

ভালোবাসাও তেমনি যত্ন না পেলে অপরিচিত 

হয়ে যায়...


তোমাকে ক্ষমা করেছি মানে এই নয় যে, 

তুমি ক্ষমার যোগ্য । বরং তোমাকে ক্ষমা 

করেছি কারণ আমি শান্তি চাই ।


পারস্পরিক সম্পর্ক ভালো রাখার উৎকৃষ্ট 

উপায় হচ্ছে ভালো বক্তা হওয়ার চেয়ে ভালো 

শ্রোতা হওয়া ।।



পুরুষের অর্থ আর ক্ষমতা বাড়ার পাশাপাশি 

পর নারীর প্রতি আগ্রহ সমানুপাতিক হারে 

বাড়ে ।

যদি মেনে নিতে না পার তবে ছেড়ে আসো ।

আর যদি ছেড়ে আসার ক্ষমতা না থাকে তবে 

মেনে নাও ।।

একজন লেখক তখন মরে যায় যখন সে আর কারো কথায় প্রভাবিত হয়ে লেখা বন্ধ করে দেয়।

মাঝে মাঝে চ্যাট হিস্ট্রি বন্ধুদের প্রতি জমে থাকা অভিমান কমিয়ে দেয়...

সম্পর্কগুলো যত সময় নিয়ে তৈরী হয় তার স্থায়ীত্বও হয় তত বেশি ।
নতুবা ভাংচুরের সম্ভাবনা বেড়ে যায় অনেক বেশিই ।।

সীমিত সময়ের মধ্যে অসীমের মাঝে নিজেকে যাচাই করার নামই পরীক্ষা ...

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

সোশ্যাল নেটওয়ার্ক

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites