মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০১৫

উপলব্ধি

নতুন বছরে নতুন করে পুরোনো কিছু উপলব্ধি:
১. কিছু মানুষের ব্যক্তিত্বের ভারে তার ভাব নেয়াটা মানিয়ে যায় । আবার কিছু মানুষের ভাব নেয়াটাই তাকে অন্যের কাছে উপহাসের পাত্র করে তোলে ।

২. যখন উপকার করার পরিমাণটা বেড়ে যায় তখন উপকারকারীর প্রত্যাশাও বেড়ে যায়। তাই কারো কাছ থেকে খুব বেশি উপকার পেতেও নেই, উপকার করতেও নেই ।

৩. মানুষকে এতোটা কষ্ট দেয়া উচিত না যাতে সে তোমার শুভাকাঙ্ক্ষী হলেও তার রক্ত, মাংস কষ্টে জর্জরিত হয়ে তোমায় অভিশাপ দেয়। তাই কিছুটা দূরত্ব রেখেই সবার সাথে মেশা উচিত । যাতে কষ্ট দিতে বা পেতে না হয় ।

৪. ভালোবাসার পাল্লাটা নিজের দিকে ভারী করে রাখা উচিত । যখন তা অন্যের দিকে ভারী হয়ে যায়, তখনই নিজের আর কিছু থাকে না। তাই নিজের কিছু রেখেই ভালোবাসা উচিত। যেন পরবর্তীতে পস্তাতে না হয়।

৫. নিজেকে শ্রদ্ধাস্পদ রাখতে অন্যকে শ্রদ্ধা করা যেমন জরুরী তেমনি নিজেকে শ্রদ্ধাস্পদ হিসেবে উপস্থাপন করাটাও জরুরী।

৬. বন্ধু নির্বাচনে সতর্ক হও, বন্ধুত্বের সুযোগে যেন কেউ তোমার দূর্বল অনুভূতিতে আঘাত করতে না পারে ।

৭. আজকাল সুযোগ এতো বেশি যে, সুযোগের অভাবে সাধু থাকার সুযোগও কমে যাচ্ছে।

৮.রুপে নয় গুনে পরিচয় এই কথার চেয়ে আগে দর্শনধারী তারপর গুণবিচারী কথাটাই বেশি সত্যি।

৯. নিজেকে সাধু রাখা আসলেই সাধনার ব্যাপার । মুখে সে যতোই অহংকার করুক। এই অহংকার সবার থাকে না। বিবেকের সামনে দাড়িয়ে নিজেকে দেখার সাহস থাকা লাগে ।

১০. দেশপ্রেমিক প্রমাণ করতে গালাগালি বা দলাদলির দরকার পড়ে না । তার কথা, কাজই প্রমাণ করে সে প্রকৃত দেশপ্রেমিক কি না।

[১ বৈশাখ ১৪২২, মঙ্গলবার]

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

সোশ্যাল নেটওয়ার্ক

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites