সোমবার, ১৫ ডিসেম্বর, ২০১৪

♣সহব্লগারদের যে সব বই পড়লাম♣

ভার্চুয়ালি নিজের লেখাগুলোর উপস্থাপন, মূল্যায়ন একভাবে হলেও প্রিন্ট ভার্সনে প্রকাশিত কাগুজে বইয়ের গুরুত্বই আলাদা ।একজন লেখকের নিজের সৃষ্টির পরিপূর্ণ আনন্দ পাওয়া সম্ভব প্রকাশিত বইয়ে ।

২০১৪ বইমেলা থেকে বেশ কিছু বই কিনেছি । দু'টি বই সৌজন্য সংখ্যা হিসেবেও পেয়েছি। তার থেকে কিছু বই নিয়ে খুবই অল্পকথায় কিছু বলার চেষ্টায় এই পোস্ট ।


♣ টুম্পা মনি আমার খুবই পছন্দের একজন ব্লগার। তিনি যেমন গল্প লিখতে সিদ্ধহস্ত তেমনি দারুণ তার কবিতারা।
মোট ২২ টি কবিতা নিয়ে তার কবিতার বই "নৈশব্দের জলছবি"
তার বই থেকে আমার পছন্দের কয়েকটি লাইন তুলে দিলাম ।
সে ছিল বড্ড বেশিই নিশ্চুপ!
যেই ভাবাবেগ কখনো অবনীল দেখে না
তার গভীরে কত গিরিখাদ থাকে
তাই সে বলে গিয়েছিল তার নীরব ধ্বনিতে!
হয়তো সাধ্যাতিত কিছু কষ্ট
নিয়তি চাপিয়ে দিয়েছিল তার বুকের উপর!
সেই বোঝা বইতে না পেরে
চুপিসারে সে চলে গেছে সবার অগোচরে !


►বইয়ের নাম : "নৈশব্দের জলছবি"
লেখক : উম্মে রুমান টুম্পা
প্রকাশক : স্বরবৃত্ত প্রকাশনী
মূল্য : ১০০ টাকা
বইয়ের ধরণ : কবিতা
প্রাপ্তি স্থান : রকমারী ডটকম
ব্লগ: টুম্পা মনি

♣ আমি সাইকো থ্রিলার প্রেমী কিনা ঠিক জানি না। তবে গুণী চারজন লেখক হাসান মাহবুব, অপর্ণা মম্ময়, ইনকগনিটো আর নাজিম উদ দৌলার লেখার ভক্ত আমি এ কথা নিশ্চিত করে বলতে পারি । উল্লেখযোগ্য যে হাসান মাহবুবের প্রথম বইটির প্রথম ক্রেতা আমিই ছিলাম। এবার"স্বপ্ন, ব্যাধি, ভ্রম ও অন্যান্য" এরও প্রথম ক্রেতা হওয়ার ইচ্ছে থাকলেও সময়ের যাতাকলে তা আর পূরণ হয়নি। মোট ১১ টি সাইকো থ্রিলার লেখা নিয়ে বই "স্বপ্ন, ব্যাধি, ভ্রম ও অন্যান্য"।
একজন সাইকো থ্রিলার লেখককে পাঠকের সাইকোলজি বুঝতে হয় খুব ভালো করে। সাইকো থ্রিলার লেখক হিসেবে ফ্রয়েড ভক্ত হাসান তা খুব ভালো ভাবেই বুঝে থাকেন এবং প্রায়ই আমি হাসানের লেখা পড়ে ভাবি "বুঝলাম তো ?"

অপর্ণা মম্ময়-এর "নষ্ট মানুষ" কে দারুন ভাবে উপস্থাপন করেছেন তিনি।
তার বড় একটা গুণ তিনি একজন নারী হয়েও অবলীলায় পুরুষের চরিত্রে কথা বলে যাচ্ছেন পাঠকের সামনে এবং তা খুব সফলভাবেই ।

একটি লেখা লিখতে গেলে কী পরিমাণ পরিশ্রম করতে হয় তা ব্লগার নাজিম উদ দৌলার লেখা যারা পড়েছেন তারা সহজেই বুঝতে পারবেন। তবে নাজিমের বানানের প্রতি আরেকটু মনোযোগী হতে হবে। একজন ভক্ত, পাঠক হিসেবে এই পরামর্শ রইলো ।

সর্ব গুণে গুনান্বিত...বলতে যা বোঝায় ব্লগার ইনকগনিটো তাই । পেশাগত জীবনে দারুন সফল এই তরুণ ব্লগার যাতে হাত দেন তাতেই যেন সোনা ফলে । তার অসাধারণ সাইকো থ্রিলার "একজন শিল্পী" পড়ে মনে হয়েছে বিদেশী কোন বিখ্যাত থ্রিলার লেখকের অনুবাদ ।


►বইয়ের নাম : স্বপ্ন, ব্যাধি, ভ্রম ও অন্যান্য
লেখক : হাসান মাহবুব, অপর্ণা মম্ময়, ইনকগনিটো আর নাজিম উদ দৌলা
প্রকাশক : আদী প্রকাশন
মূল্য : ২৫০ টাকা
বইয়ের ধরণ : সাইকো থ্রিলার সংকলন
প্রাপ্তি স্থান : আদী প্রকাশন, ৩৫ বাংলা বাজার, বাবুল টাওয়ার, ঢাকা-১১০০

♣ সুপরিচিত লেখক, কবি, সমালোচক আহমেদ স্বপন মাহমুদ তার লেখায় তুলে এনেছেন কবিতা নিয়ে সমালোচনা। বাংলা সাহিত্যের সবচেয়ে দুর্বলতা বিশ্লেষণধর্মী মননশীল গদ্য তথা সমালোচনা সাহিত্যের অভাব। লেখার এক পর্যায়ে তিনি উপস্থাপন করেন "...নদীতে বাঁধ দিয়ে গতি রুদ্ধ করা যায়, গতিপথও বদলানো যায়; কিন্তু সমুদ্র বাঁধে কে? প্রকৃত কবিতা সমুদ্রের মতো, অশেষ ও অতল; খুঁজে খুঁজে হীরা-পান্না-মণি-মুক্তা পেতে হয়। প্রকৃত কবিতা হীরকখণ্ডের মতো, ঝলমলে, উজ্জ্বল ও দ্যুতিময়।..."

তিনি আমায় পরামর্শ দিয়েছিলেন প্রতিদিন যেন কিছু হলেও লিখি। আমি হয়তো সেটা ধরে রাখার চেষ্টা করেছি ।

►বইয়ের নাম : "কলম তালাশ : কবিতার ভাব ও বৈভব"
লেখক : আহমেদ স্বপন মাহমুদ
প্রকাশক : শ্রাবণ প্রকাশনী
মূল্য : ১০০ টাকা
বইয়ের ধরণ : কবিতার সমালোচনা সাহিত্য
প্রাপ্তিস্থান:শ্রাবণ প্রকাশনী, ১৩২ আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা-১০০০।
ব্লগ : আহমেদ স্বপন মাহমুদ

♣ খুব মজার একটি নিকের অধিকারী পছন্দের এই ব্লগারের নিকটি উচ্চারণ করতে সবসময়ই ব্যার্থ হয়ে তোতলাতে থাকি । দারুণ সব কবিতা লিখতে সিদ্ধহস্ত এই ব্লগারের মোট ৫২ টি কবিতা নিয়ে বই "নস্টালজিক মেঘদল"। একটি কবিতায় উনি দারুন ভাবে উপস্থাপন করেছেন লেখাকে মানুষের আকৃতি দিয়ে । শিল্পীরা বুঝি এভাবেই তাদের লেখায় গবেষণা চালায় ।

সিঁদুর রাঙা এক গোধূলী সাক্ষী রেখে,
একদিন খুব মিলিয়ে যাব নীলিমায়,
একদিন খুব মিশে যাব বৃক্ষের একাকী অপেক্ষায়,
একদিন খুব হয়ে যাব রোদ্দুর,
একদিন খুব বয়ে যাব খেয়ালী জলেদের সাথে,
একদিন খুব ধুলো হব ভবঘুরে পথের,
পায়ে পায়ে জড়িয়ে হয়ে যাব নিরুদ্দেশ।
সেইদিন যদি পিছু ফিরে চাইতেই হয় কোনো মায়ায়, তবে সে তোমার চোখ, প্রিয়তম!
সে তোমার কাজল মেঘাকুল চোখ!


►বইয়ের নাম : "নস্টালজিক মেঘদল"
লেখক : মাহমুদুল হক ইফতি
প্রকাশক : রবীন আহসান, শ্রাবণ প্রকাশনী
প্রচ্ছদ : জাদিদ ওরফে ব্লগার কাল্পনিক_ভালোবাসা
মূল্য : ১০০ টাকা
বইয়ের ধরণ : কবিতা
প্রাপ্তিস্থান : শ্রাবণ প্রকাশনী, ১৩২ আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা-১০০০।
ব্লগ : ৎঁৎঁৎঁ

♣ আধুনিক বাংলা সাহিত্যে তরুণ গল্পকারদের মধ্যে ছোটগল্পে মোহাম্মদ ইসহাক খান নির্দ্বিধায় নিজের জায়গা দখল করে নিবেন এ বেশ জোর দিয়েই বলা যায় । সহজ, সরল, প্রাঞ্জলভাবে উপস্থাপনা এবং গল্পের প্লট, চরিত্র, ঘটনা, ভাবনা ইত্যাদিতে ক্রমাগত বৈচিত্র্য সৃষ্টির চেষ্টা তাঁর লেখার অন্যতম বৈশিষ্ট্য। লেখকের দারুন একটা গুণ হচ্ছে পুরুষ হয়েও নারী চরিত্রে অসাধারণভাবে কথক হয়ে তুলে আনেন জীবনের কথা । মোট ২১ টি গল্প নিয়ে তার বই "অদ্ভুত অবসর"।


►বইয়ের নাম : "অদ্ভুত অবসর"
লেখক : মোহাম্মদ ইসহাক খান
প্রকাশক : রাঁচী গ্রন্থ নিকেতন
মূল্য : ২০০ টাকা
বইয়ের ধরণ : ছোট গল্প সংকলন
ব্লগ : মোঃ ইসহাক খান
প্রাপ্তি স্থান : রাঁচী গ্রন্থ নিকেতন এবং মধ্যমা; কনকর্ড এম্পারিয়াম শপিং কমপ্লেক্স, ২৫৩-২৫৪ এলিফেন্ট রোড, কাঁটাবন, ঢাকা ।।

♣ বইমেলা ২০১৪ তে প্রকাশিত যে দুটি বই সৌজন্য সংখ্যা হিসেবে পেয়েছিলাম তার একটি হচ্ছে সুলতানা শিরীন সাজির "বিষণ্নতায় একা"। প্রবাসী এই কবি সামহোয়্যারইন ব্লগের প্রতি অসম্ভব ভালোবাসার নিদর্শন হিসেবে তার বই উপহার হিসেবে আমায় দিয়ে গেছেন।
মোট ২৭ টি কবিতা নিয়ে তার এই বই।

আগুনে পুড়তে ভয় নাই।
পানিতে ভাসতেও ভয় নাই।
শুধু ভয় হয় যদি আবার অবহেলা পাই।
তাহলে আবারো খুব একা হয়ে যাবো আমি।
সেই এ পা-ওয়ালা শালিকটার মতো।
তুমিই একদিন বলেছিলে, এক পা-ওয়ালা শালিকের জীবন তোমার নয়। অথচ!


►বইয়ের নাম : "বিষণ্নতায় একা"
লেখক : সুলতানা শিরীন সাজি
প্রকাশক : খন্দকার সোহেল, ভাষাচিত্র
প্রচ্ছদ: রবি খান
মূল্য : ১২০ টাকা
বইয়ের ধরণ : ভালোবাসার কবিতা
প্রাপ্তিস্থান : ইসলামী টাওয়ার, ৩য়তলা, ১১ বাংলা বাজার, ঢাকা-১১০০
ব্লগ : সুলতানা শিরীন সাজি

♣ মোট ৪৩ টি কবিতা নিয়ে ব্লগার কুহক-এর কবিতার বই "গোধূলির প্রস্থানে জ্বালাও পূর্ণিমা"।
আকাশ পরিধি ছাড়িয়ে-
ফসলের শীষ ছুঁয়ে-
বুকের তৃষ্ণা মিটাতে
যে গেরুয়াজলের প্রয়োজন-
তার ভালোলাগা দস্যুতাকে আজ
যৌবনের সঞ্চিত অভিশাপ বলেই জানলাম।


►বইয়ের নাম : "গোধূলির প্রস্থানে জ্বালাও পূর্ণিমা"
লেখক : কুহক মাহমুদ
প্রকাশক : অনুপ্রাণন প্রকাশনী
মূল্য :১৫০ টাকা
বইয়ের ধরণ : কবিতা
প্রাপ্তিস্থান : অনুপ্রাণন প্রকাশন, বি-৬৪ কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্স, ২৫৩-২৫৪ এলিফ্যান্ট রোড, ঢাকা-১০০০।
ব্লগ : কুহক'

♣ তানিয়া হাসান-এর মোট ৬১ টি কবিতা নিয়ে কবিতার বই "অশ্রুশ্রুতি"। যার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটি কবিতাই কাউকে না কাউকে উৎসর্গ করা। এদের মধ্যে সহব্লগারও অনেকেই আছেন এবং এই সাধারণ আমি ব্লগার আরজু পনিকেও উৎসর্গ করা হয়েছে একটি কবিতা ।

কখনও তারাবতী খোঁজে নীল আকাশ,
পায়ে চেপে ধরে আগ্নেয়গিরির মুখ।
জরন্ত লাভায় পুড়ে যাওয়া মনে তারাবতী হাসে
অঙ্গার হয়ে যায় তার সব সুখ।


►বইয়ের নাম : "অশ্রু শ্রুতি"
লেখিকা : তানিয়া হাসান খান
বইয়ের ধরণ : কাব্য গ্রন্থ
প্রকাশক :নিউক্লিয়াস প্রকাশনী
মূল্য : ১৫০/= টাকা


♣ ৮টি শিশুতোষ গল্প নিয়ে জিকোর বই "পিকু" যার শুরুতেই রয়েছে কথা বলা পেন্সিল "পিকু"র গল্প।
ব্লগে শিশুতোষ লেখা তুলনামূলকভাবে কমই আসে।
কিন্তু সহব্লগারের এই শিশুতোষ বইটি আমার শিশুদের জন্যে বইমেলা থেকে দারুন উপহার ছিল ।

►বইয়ের নাম : পিকু
লেখক : রাসয়াত রহমান
প্রকাশক : আদী প্রকাশন
প্রচ্ছদ : আহসান হাবীব
মূল্য : ১৫০ টাকা
বইয়ের ধরণ : শিশুতোষ
ব্লগ : জিকসেস

♣ এই সংকলটি যে তিনজন ব্যাক্তিকে উৎসর্গ করা হয়েছে তাদের একজন আমাদের শ্রদ্ধেয়, প্রয়াত গুণি ব্লগার প্রিয় ইমন জুবায়ের।

►বইয়ের নাম : "চতুর্মাত্রিক ব্লগ সংকলন ২০১৪"
লেখক : অন্যান্য লেখকগণ ও বৃতি
প্রকাশনী : শুদ্ধস্বর
মূ্ল্য : ৩৩০ টাকা
বইয়ের ধরণ : গল্প, কবিতা, প্রবন্ধ, নিবন্ধ, রম্য রচনা
ব্লগার : বৃতি, একুয়া রেজিয়া, কয়েস সামী, ইসতিয়াক অয়ন, শূন্য আরণ্যক সহ অন্যান্যরা
প্রাপ্তি স্থান :শুদ্ধস্বর, বি-৬, কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্স, ২৫৩-২৫৪ কুদরাত ই খুদা সড়ক (এলিফ্যান্ট রোড)


-------------
লেখক ব্লগারদের কারো কোন রকম আপত্তি বা কোন পরামর্শ থাকলে তা জানাতে অনুরোধ করা গেল ।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

সোশ্যাল নেটওয়ার্ক

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites