সোমবার, ৫ আগস্ট, ২০১৩

ঋতুপর্ণ ঘোষ-এর "তিতলি"

হয়তো কারো বুকে মাথা রেখে
দীর্ঘশ্বাস হাসি দিয়ে ঢেকে
নিরাপত্তার উষ্ণতা নিয়ে
থাকবে যন্ত্রণায়....

এই যন্ত্রণা তখনই হয়,
যদি পরের এপিসোডটা খুব বেশি রকমের মন কাড়া না হয়।

কিন্তু যদি মানুষটা ‪#‎তিতলি‬-র বাবার মতো হয়, তবে কষ্টগুলো, হারানোর ব্যথাগুলো আর তেমন বাজে না।
আর সাথে বিশ্বস্ততাও একটা বিষয়। বিশ্বাসযোগ্য থাকার চেষ্টা করাও একটা বিষয়।

তাই দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রী যদি দু'জনের প্রতি খুবই আন্তরিক হয়, বিশ্বস্ত হয় তবে
জীবনটা অনেক সুন্দর হয়ে যায়।

কৈশোরের প্রেম অনেক রঙিন হলেও তাতে অনেকই ভুল থাকে।
এই সময়টাতে বাবা-মাকে খুব সাবধানী হতে হয় সন্তানের আবেগের দিকে দৃষ্টি রাখতে।
‪#‎ঋতুপর্ণ_ঘোষ‬ এর #তিতলি তে অনেকই মুগ্ধতা....

দারুণ একটা গান-
মেঘ পিয়নের ব্যাগের ভেতর
মন খারাপের দিস্তা
মন খারাপ হলে কুয়াশা হয়,
ব্যাকুল হলে তিস্তা।
মন খারাপের খবর আসে
মন খারাপের খবর আসে
বন পাহাড়ের দেশে
চৌকোনো সব বাক্সে
যেথায় যেমন থাকসে
মন খারাপের খবর পড়ে দাড়ুন ভালবেসে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

সোশ্যাল নেটওয়ার্ক

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites