মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০১৩

অনুভবে

"এমন জানলে বিয়ে করলে কেন ?"
কাউন্সেলর-এর এই কথার কোন জবাব দিতে পারে নি মেয়েটি ।

কি জবাব দিবে ! ও তো ভাবতেই পারে না, ছেলেটিকে ছেড়ে থাকার কথা !

ছেলেটি ডিভোর্স করতে চায় নি কখনো । কিন্তু সবসময়ই মেয়েটিকে দূরে ঠেলে রেখেছে ।
সুযোগ পেলেই, একটু কথা কাটাকাটি হলেই বলে দিয়েছে বেড়িয়ে যাও !

কিছু হলেই বলেছে, বাপের বাড়িতে যেয়ে কয়দিন থেকে আস ।

মেয়েটি ছেলেটির এই আচরণে কষ্টে বোবা হয়ে যায় মাঝে মাঝে !

কিন্তু কখনো কখনো মরা গাঙ্গে বান ডাকার মতো করেই ছেলেটির ভালবাসা মেয়েটিকে সব ভুলিয়ে দেয় !


মেয়েটি চেষ্টা করেও ওর ভালোবাসাকে সরিয়ে নিতে পারে না ছেলেটির উপর থেকে ।
যখন কষ্টে নীল হয়ে যায়, তখন একরাশ থুথু ছিটিয়ে দেয় ছেলেটির মুখে ।
ওর ঘৃণার সর্ব্বোচ্চ বহিঃপ্রকাশ !

মেয়েটি নিজেও জানে না, ছেলেটি ওর উপর সবসময়ই আড়াল থেকে নজর রাখে ।

কিন্তু সামনাসামনি ছেলেটির অবজ্ঞা যেন মেয়েটিকে ছেলেটির প্রতি আরো বেশি আকর্ষণের জেদ তৈরী করে দেয় ......... মনে মনে ও ওর জেদ থেকে সরে আসতে পারে না, বরং বিরবির করে বলতে থাকে...
"তোমাকে কতোটা ভালোবাসলে মনে হবে আমি তোমাকে সত্যিই ভালবাসি ?!"

এর বেশি ভালবাসা যায় না ....!

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

সোশ্যাল নেটওয়ার্ক

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites