"এমন জানলে বিয়ে করলে কেন ?"
কাউন্সেলর-এর এই কথার কোন জবাব দিতে পারে নি মেয়েটি ।
কি জবাব দিবে ! ও তো ভাবতেই পারে না, ছেলেটিকে ছেড়ে থাকার কথা !
ছেলেটি ডিভোর্স করতে চায় নি কখনো । কিন্তু সবসময়ই মেয়েটিকে দূরে ঠেলে রেখেছে ।
সুযোগ পেলেই, একটু কথা কাটাকাটি হলেই বলে দিয়েছে বেড়িয়ে যাও !
কিছু হলেই বলেছে, বাপের বাড়িতে যেয়ে কয়দিন থেকে আস ।
মেয়েটি ছেলেটির এই আচরণে কষ্টে বোবা হয়ে যায় মাঝে মাঝে !
কিন্তু কখনো কখনো মরা গাঙ্গে বান ডাকার মতো করেই ছেলেটির ভালবাসা মেয়েটিকে সব ভুলিয়ে দেয় !
মেয়েটি চেষ্টা করেও ওর ভালোবাসাকে সরিয়ে নিতে পারে না ছেলেটির উপর থেকে ।
যখন কষ্টে নীল হয়ে যায়, তখন একরাশ থুথু ছিটিয়ে দেয় ছেলেটির মুখে ।
ওর ঘৃণার সর্ব্বোচ্চ বহিঃপ্রকাশ !
মেয়েটি নিজেও জানে না, ছেলেটি ওর উপর সবসময়ই আড়াল থেকে নজর রাখে ।
কিন্তু সামনাসামনি ছেলেটির অবজ্ঞা যেন মেয়েটিকে ছেলেটির প্রতি আরো বেশি আকর্ষণের জেদ তৈরী করে দেয় ......... মনে মনে ও ওর জেদ থেকে সরে আসতে পারে না, বরং বিরবির করে বলতে থাকে...
"তোমাকে কতোটা ভালোবাসলে মনে হবে আমি তোমাকে সত্যিই ভালবাসি ?!"
এর বেশি ভালবাসা যায় না ....!
কাউন্সেলর-এর এই কথার কোন জবাব দিতে পারে নি মেয়েটি ।
কি জবাব দিবে ! ও তো ভাবতেই পারে না, ছেলেটিকে ছেড়ে থাকার কথা !
ছেলেটি ডিভোর্স করতে চায় নি কখনো । কিন্তু সবসময়ই মেয়েটিকে দূরে ঠেলে রেখেছে ।
সুযোগ পেলেই, একটু কথা কাটাকাটি হলেই বলে দিয়েছে বেড়িয়ে যাও !
কিছু হলেই বলেছে, বাপের বাড়িতে যেয়ে কয়দিন থেকে আস ।
মেয়েটি ছেলেটির এই আচরণে কষ্টে বোবা হয়ে যায় মাঝে মাঝে !
কিন্তু কখনো কখনো মরা গাঙ্গে বান ডাকার মতো করেই ছেলেটির ভালবাসা মেয়েটিকে সব ভুলিয়ে দেয় !
মেয়েটি চেষ্টা করেও ওর ভালোবাসাকে সরিয়ে নিতে পারে না ছেলেটির উপর থেকে ।
যখন কষ্টে নীল হয়ে যায়, তখন একরাশ থুথু ছিটিয়ে দেয় ছেলেটির মুখে ।
ওর ঘৃণার সর্ব্বোচ্চ বহিঃপ্রকাশ !
মেয়েটি নিজেও জানে না, ছেলেটি ওর উপর সবসময়ই আড়াল থেকে নজর রাখে ।
কিন্তু সামনাসামনি ছেলেটির অবজ্ঞা যেন মেয়েটিকে ছেলেটির প্রতি আরো বেশি আকর্ষণের জেদ তৈরী করে দেয় ......... মনে মনে ও ওর জেদ থেকে সরে আসতে পারে না, বরং বিরবির করে বলতে থাকে...
"তোমাকে কতোটা ভালোবাসলে মনে হবে আমি তোমাকে সত্যিই ভালবাসি ?!"
এর বেশি ভালবাসা যায় না ....!
Facebook comments for blogger brought to you by AllBlogTools.com
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন