সময়গুলো বড্ড অসময় হয়ে যায়...
খুব তারাতারিই !
১৩ তারিখকে আমি আনলাকি মানিনি কখনো,
আমার জীবনের আঙ্গুলে গোনা একাধিক প্রিয় মানুষের জন্ম কোন কোন মাসের ১৩ তারিখ ।
কিন্তু আগস্টের ১৩ তারিখকে কিভাবে বিশেষায়িত করবো ?!
বরং বলতে হবে ঝড়ের তান্ডবে ভেঙ্গে যাওয়া একটা স্বপ্নের দিন !
মধ্যবিত্ত বাঙালীদের সুস্থধারার সিনেমা দেখাতে হলমুখি করেছিলেন যে মানুষটা , সেই প্রিয়, শ্রদ্ধেয় তারেক মাসুদ যে স্বপ্ন ভাঙ্গা ঝড়ের তান্ডবে হারিয়ে গেল সাথে আরেক প্রিয় মুখ মিশুক মুনীরকে নিয়ে ...এই ক্ষতি আদৌ পূরণ হবার নয় ।
আমি সিনেমাখোর বলতে যা বোঝায় তা নই , সেই সময় বা সুযোগও আমার হয় না । তারপরও চাই বাংলাদেশী চলচ্চিত্রে সুস্থধারার সিনেমার জয়গান গাইতে ।
স্বপ্ন দেখি সেই সুসময়ের ...
অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই এই অসাধারণ মেধাবী প্রিয় মানুষ দু'জনের জন্যে ।।
খুব তারাতারিই !
১৩ তারিখকে আমি আনলাকি মানিনি কখনো,
আমার জীবনের আঙ্গুলে গোনা একাধিক প্রিয় মানুষের জন্ম কোন কোন মাসের ১৩ তারিখ ।
কিন্তু আগস্টের ১৩ তারিখকে কিভাবে বিশেষায়িত করবো ?!
বরং বলতে হবে ঝড়ের তান্ডবে ভেঙ্গে যাওয়া একটা স্বপ্নের দিন !
মধ্যবিত্ত বাঙালীদের সুস্থধারার সিনেমা দেখাতে হলমুখি করেছিলেন যে মানুষটা , সেই প্রিয়, শ্রদ্ধেয় তারেক মাসুদ যে স্বপ্ন ভাঙ্গা ঝড়ের তান্ডবে হারিয়ে গেল সাথে আরেক প্রিয় মুখ মিশুক মুনীরকে নিয়ে ...এই ক্ষতি আদৌ পূরণ হবার নয় ।
আমি সিনেমাখোর বলতে যা বোঝায় তা নই , সেই সময় বা সুযোগও আমার হয় না । তারপরও চাই বাংলাদেশী চলচ্চিত্রে সুস্থধারার সিনেমার জয়গান গাইতে ।
স্বপ্ন দেখি সেই সুসময়ের ...
অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই এই অসাধারণ মেধাবী প্রিয় মানুষ দু'জনের জন্যে ।।
Facebook comments for blogger brought to you by AllBlogTools.com
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন